নিদাহাস ট্রপির আগে সাকিব পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা সংশয়

সাকিব

ক্যারিয়ারের শুরুর পর থেকে কখনো ইনজুরির কারনে টানা ২৫ দিন অনুশীলনের বাইরে থাকতে হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গত ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিংয়ে চোট পেয়ে টেস্ট ও টি-২০ সিরিজে মাঠের বাইরে থাকতে হয় সাকিবকে। সাকিবের অভাবটা ভালো ভাবেই টের পেয়েছে গোটা দল। তাই সুস্থ সাকিবকে আসন্ন নিদাহাস ট্রফিতে ফিরে পেতে চাইছে বাংলাদেশ।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাকিব গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) জিম শেসনে অংশ নিয়েছেন। তার মানে এই নয় সাকিব পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বিসিবি‘র চিকিৎষক দেবাশীষ চৌধুরী জানিয়েচেন,‘সাকিব এখন প্রায় ৫০ ভাগ সুস্থ। আমাদের আশা ছিল  দ্রুতই সুস্থ হয়ে উঠবে। তবে এ ধরনের রিহ্যাবিটশেন প্রক্রিয়া গুলো অনেক সময় আমরা যেমন প্রত্যাশা করি সে অনুসারে কাজ করে না।’

তিনি আরও বলেন,‘ যেহেতু ওর ইনজুরি কনিষ্ঠ আঙ্গুলে তাই বোলিং করার সময় সমস্যা হওয়র কথা না।আগামি ১০ দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠতে পারবে।’

তবে সাকিবের উন্নতির গ্রাফটা যেমন অধারাবাহিক তাতে সংশয় থেকেই যায় আসন্ন ৬ মার্চ শুরু হতে যাওয়া নিদাহাস ট্রপির আগে  পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *