নেইমারের পর ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপে।

কিলিয়ান এমবাপে

বিপদ মোটেও পিছু ছাড়ছে না পিএসজির। নেইমারের ইনজুরি নিয়ে জোর আলোচনা ফুটবল বিশ্বে। তার মাঝেই আরেকটি সমস্যা সৃষ্টি হল প্যারিসের ক্লাবটিতে।

ফরাসি কাপের সেমিফাইনালে উঠেছে পিএসজি। ম্যাচটিতে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন দলটির তারকা খেলোয়াড় কালিয়ান এমবাপে।  আর তাতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়ালের বিপক্ষে তার খেলা নিয়ে।

৫ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে খেলতে পারবেন না নেইমার দ্য সিলভা। তার উপর এমবাপের ইনজুরি মাথায় আকাশভেঙে পড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। ইংলিশ দৈনিক ‘দ্য সান’ এর দেওয়া তথ্যমতে রিয়ালের বিপক্ষে এমবাপের খেলা নিয়ে শঙ্কা আছে। পায়ের গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে এক সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে।

এমবাপে চলতি মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৬টি গোল করেছেন। ১১টি গোলে করেছেন সহায়তা। অন্যদিকে নেইমার সব ধরনের প্রতিযোগিতায় গোল করেছেন ২৮টি। আর গোলে সহায়তা করেছেন ১৬ বার। এই দুইজনকে ছাড়া পিএসজির মাঠে নামাটা হবে দুর্ভাগ্যজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *