পাকিস্তানের সুপার লিগের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) রোববারের (২৫ ফেব্রুয়ারি) প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় চ্যানেল গাজী টিভি। এছাড়াও দেখাবে টেন স্পোর্টস, ডিএসস্পোর্টস ও পিটিভি স্পোর্টস।

চলতি পিএসএলে ২ খেলায় ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শোয়েব মালিকের মুলতান। অন্যদিকে আসরে এখন পর্যন্ত মাত্র ১ ম্যাচ খেলা মিসবাহ-উল হকের ইসলামাবাদ আছে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে।

ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ গুলোতে প্রথম ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে। যে দল প্রথমে এগিয়ে যায় তাদের কোয়ালিফায়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ইসলামাবাদ চাইবে আজকের ম্যাচ জিতে পয়েণ্ট টেবিলে শক্ত অববস্থান সৃষ্টি করতে।

অন্যদিকে, সাঙ্গাকারা, ব্রাভো, পোলার্ডদের নিয়ে গড়া মালিকের মুলতান যে কোন দলের জন্যই হুমকির কারণ। তবে এই ম্যাচে লেগ স্পিনার সাইফ বাবরের জায়গায় একাদশে দেখা যেতে পারে অলরাউন্ডার আব্দুল্লাহ শফিক।

মুলতান সুলতানসেরএকাদশ: শোয়েব মালিক ( অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মকসুদ, পোলার্ড, ব্রাভো, সোহেল তানভীর, ইমরান তাহির, সাইফ বদর, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান।

ইসলামাবাদ ইউনাইটেড: ওয়ালটন, আসিফ আলী, হুসাইন তালাত, সাহেবজাদা ফারহান, সাদাব খান, আন্দ্রে রাসেল, ফাহিম আশরাফ, মোহাম্মদ সামী, রুম্মন রঈস, ফিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *