পাকিস্তান সুপার লিগ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আইপিএল-বিপিএলের আদলে গড়া পাকিস্তান সুপার লিগ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। প্রথম আসরে চ্যম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড এবং দ্বিতীয়টিতে শিরোপার দেখা পায় কোয়েটা গ্ল্যাডিয়ের্টস।

এদিকে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে পিএসএলের তৃতীয় আসর। আর সে জন্য নিজেদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছে দলগুলো। আসন্ন লিগটিতে শিরোপার অন্যতম দাবিদার করাচি কিংস। দলটিতে ইয়ান মরগ্যান-আফ্রিদি-জো ডেনলি ও রবি বোপারার মতো বিশ্ব মাতানো টি-টোয়েন্টি স্পেশালিস্ট রয়েছেন।  যারা চাইলে যে কোন মুর্হুতে প্রতিপক্ষের ত্রাস হয়ে আবির্ভাব হতে পারেন।

আর সেটাই বুঝাতে চেয়েছে দলটির সিনিয়র ক্রিকেটার রবি বোপারা। করাচি কিংসে সুযোগ পাওয়া ইংল্যান্ড তারকা দলটির একটি ভিডিও বার্তায় বলেন, ‘কোয়ালিফায়ারে উর্ত্তীণ হয়ে ফাইনাল খেলবে করাচি কিংস।’

এসময় পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড শহীদ আফ্রিদির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আফ্রিদি ব্রিলিয়ান্ট খেলোয়াড়। ব্যাটিং-বোলিংয়ের দিক থেকে সে অনেক অভিজ্ঞ। আশা করি টুর্নামেন্টে সে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *