পারমানেন্ট হেয়ার ডাই মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে।

ঠিক কী কারণে ক্যানসার হয় তা এখনও প্রমাণিত নয়। বেশিরভাগ ক্যানসারের ক্ষেত্রেই নির্দিষ্ট কোনও কাজ, খাবার বা অভ্যেসের প্রভাব রয়েছে বলে এখনও প্রমাণ করতে পারেনি চিকিৎসাবিজ্ঞান। ক্যানসারের নানা কারণ থাকতে পারে। বিষয়টা সত্যিই বেশ জটিল। জিনগত এবং পরিবেশের মিশেলেও ক্যানসার হতে পারে বলেই দাবি বিশেষজ্ঞদের। আর বিজ্ঞানীরা ক্যানসার গবেষণার ক্ষেত্রে সেগুলিকেই নিষেধ বা নিয়ন্ত্রণ করতে বলেন যেগুলি থেকে প্রবণতা বাড়তে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় সম্প্রতি সামনে এসেছে, পারমানেন্ট হেয়ার ডাই মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। ২০১৯-এর ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসারের এই রিপোর্টের দাবি, পারমানেন্ট হেয়ার ডাই মহিলাদের স্তন ক্যানসারের প্রবণতা প্রায় ৯ শতাংশ বাড়িয়ে তোলে।

বিশেষ করে, আফ্রিকা ও আমেরিকার মহিলাদের উদাহরণ টেনে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা দাবি করেছেন, যে মহিলারা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহ বা তার বেশি সময় পর পর পারমানেন্ট হেয়ার ডাই করালে স্তন ক্যানসারের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়। তবে সেমি পারমানেন্ট বা টেমপোরারি ডাই কখনওই এর মধ্যে পড়ে না। এগুলি ব্যবহারে ক্যানসারের প্রবণতা বাড়বে না। গায়ের রং কালো হলে পারমানেন্ট হেয়ার ডাই-এ ৬০ শতাংশ ক্যানসারের ঝুঁকি বাড়ে। গায়ের রং ফর্সাদের এক্ষেত্রে ঝুঁকি বাড়বে ৮ শতাংশ।

তবে কি পারমানেন্ট ডাই-এ ব্যবহারকারী কেমিক্যাল একেবারেই নিষিদ্ধ করা উচিত? বিশেষজ্ঞরা তা নিয়ে নিশ্চিত কিছু না বললেও, এ নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *