পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বৃহস্পতিবারের খেলায় মুখোমুখি হবে পেশওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস, ডি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস।
আজকের ম্যাচে বেশ ছন্দে থেকেই মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কারণ ২৪ ঘন্টার মধ্যেই শক্তিশালী ইসলামাবাদের বিপক্ষে ছয় উইকেটে জয় তুলে নিয়েছে দলটি। জয়ের সেই উত্তেজনা চুপসে যাওয়ার আগেই ফের জালমির বিপক্ষে নামবে তারা।
এদিকে প্রথম দুই ম্যাচে কোয়েটা একাদশে সুযোগ না মিললেও তৃতীয় ম্যাচে সুযোগ পান বাংলাদেশি অলরাউন্ডার রিয়াদ। যদিও ম্যাচটিতে খেলেছেন ফিল্ডার হিসেবেই। বোলিং-ব্যাটিং কোনোটাই পাননি। যদিও ফিল্ডিংয়ের ভূমিকা ঠিকই রেখেছিলেন। ওয়াটসনের বলে মিসবাহর ক্যাচটি ধরেছিলেন তিনি। আজকের ম্যাচে রিয়াদের দলে সুযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সম্ভাব্য একাদশ: আসাদ শফিক, ওয়াটসন, উমার আমিন, পিটারসেন, মোহাম্মদ নেওয়াজ, সরফরাজ আহমেদ,রিয়াদ, হাসিংটং, হাসান খান, আনোয়ার আলী, রাহাত আলী।
প্রসঙ্গত, এদিকে তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অন্যদিকে তিন ম্যাচের একটিতে জিতে পয়েন্ট টেবিলে চারে অবস্থান পেশওয়ার জালমির।