প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতল ভারত

মোহাম্মদ আজাহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি যা পারেননি সেই অধরা স্বপ্নকে বাস্তবের বাইশ গজে ফুটিয়ে তুললেন অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর সতীর্থরা৷ ২৫ বছরে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতল ভারত৷অভূতপূর্ব, অনবদ্য, অনন্যসাধারণ, এরকম যে কোন বিশেষণই কম পড়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ভারতের এই জয়ের জন্য৷

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম৷ দারুন শুরু করেও দুটি গুরুত্বপূর্ণ রান আউটে ব্যাকফুটে যেতে হয় ব্লু’বাহিনীকে৷ সতীর্থদের রান-আউটের করেন টিম ইন্ডিয়ার ‘হিট-ম্যান’৷প্রথমে ক্যাপ্টেন কোহলি এবং তার কিছুক্ষণ পরেই অজিঙ্কা রাহানে৷ ক্রিজে জমে যাওয়ার পরও ব্যক্তিগত ৩৬ রানে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্বপ্নের ফর্মে থাকা কোহলি৷এর ছ’ ওভার পরেই একই ঘটনা রাহানের (৮) সঙ্গে৷উলটো দিকে সেই রোহিত৷নিজের ‘কল’-এ বিরাট এবং রাহানে এগিয়ে গেলেও ফেরত পাঠান রোহিত৷কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়৷

প্রথম কোহলি এবং পরে একইভাবে রান-আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাহানে৷দু’জনের রান-আউটে কিছুটা হলেও দোষী রোহিত৷রোহিত জোড়া রান-আউটের দায় কাঁধে নিয়ে সেঞ্চুরি করলেও কোহলি হয়ে উঠতে পারলেন না৷ব্যক্তিগত ১১৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত৷১২৬ বলের ইনিংসে চারটি ওভার বাউন্ডারি এবং ১১টি বাউন্ডারি মারেন টিম ইন্ডিয়ার ডান হাতি ওপেনার৷বাকিরা কেউ পঞ্চাশের গণ্ডি ছুঁতে পারেননি৷ দ্বিতীয় সর্বোচ্চ ক্যাপ্টেন কোহলির ৩৬৷ওপেনিং জুটিতে ৪৮ রান যোগ করে ধাওয়ান (৩৪) প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলির সেঞ্চুরি (১০৩) পার্টনারশিপে বড় রানের ভিত গড়ে ভারত৷রোহিতের শতরানে ভর করে প্রোটিয়াদের সামনে ২৭৫ রানের লক্ষ্য রাখে ভারত৷

য়ান ডে সিরিজ জিতল ভারত

বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি মার্করামরা ৷৬ নাম্বার ওভার চলাকালীন ৯ রানে খেলতে থাকা প্রোটিয়া অধিনায়কের সহজ ক্যাচ ফেলেন শ্রেয়স৷ জীবনদান পেয়ে ৩২ বলে ৩২ রানের একটি ইনিংস খেলে আউট হন মার্করাম৷ পরে ব্যাট করতে এসে দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি এবি ডি’ ভিলিয়ার্স ও জে পি ডুমিনি৷ তবে ৩৮ রানের মাথায় জীবনদান পাওয়া হাসিম আমলা ৯২ বলে ৭১ রানের একটি প্রয়োজনীয় ইনিংস খেলেন৷তিনি ক্রিজে থাকাকালীন ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাত থেকে পুরোপুরি বেরিয়ে যায়নি৷আমলা আউট হওয়ার পর মাত্র ৩৫ রানে বাকি ৫ উইকেট হারায় প্রোটিয়া-রা৷২০১ অল আউট হয় দক্ষিণ আফ্রিকা৷

আফ্রিকান সাফারিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি ছিল বিরাটদের সামনে৷কিন্তু জো’বার্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস এ বাড়তি সুবিধা পেয়ে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা৷কিন্তু এবার ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে খেলতে নামা বিরাট ব্রিগেড এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নেয়৷ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৫ম ম্যাচ জিতল বিরাটরা৷সেন্ট জর্জ পার্কে ফ্লেয়ার অব দ্য ম্যাচ হন রোহিত শর্মা৷

আগের ২৫ বছরেরে ইতিহাস:
১৯৯২-৯৩ আজহারউদ্দিনের অধিনায়কত্বে ৭ ম্যাচের সিরিজ ৫-২ হারে ‘মেন ইন ব্লু’৷
২০০৬-০৭ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ৫ ম্যাচের সিরিজ ৪-০ হারে ভারত৷
২০১০-১১ মহেন্দ্র সিং ধোনীর ভারত ৫ ম্যাচের সিরিজ ২-৩ হারে৷

 

কোহলি যে নতুন ইতিহাস লিখলেন:
২০১৭-১৮ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৬ ম্যাচের সিরিজ জেতে (এখনো অবধি ৪-১)
১ম ম্যাচ- কিংসমিড,ডারবান– ৬ উইকেটে জয় বিরাট ব্রিগেডের৷
২য় ম্যাচ- সুপার স্পোর্টস পার্ক, সেঞ্চুরিয়ন- ৯ উইকেটে জয় ভারতের৷
৩য় ম্যাচ- নিউল্যান্ডস, কেপটাউন- ১২৪ রানে জয় ‘মেন ইন ব্লু’র৷
৫ম ম্যাচ – সেন্ট জর্জ পার্ক, পোর্ট এলিজাবেথ- ৭৩ রানে জয় ভারতের৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *