দেশের মাটিতে ব্যর্থ বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা খুব কমই ছিল আজ থেকে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে। তবে নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রস্তুতি ম্যাচে রিয়াদ, মুশফিক, রবেলরা ঠিকই ৪১ রানের জয় তুলে নেয়। আজ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ১৪৫ রানে গুটিয়ে দেয় রুবেল, তাসকিনরা।
৩ ওভারে মাত্র ১৯ রান খরচায় রুবেল ২টি। তাসকিন ৩ ওভারে ১৬ রান খরচায় ২টি উইকেট নেয়। এছাড়া আবু হায়দার, সৌম্য সরকার ও নাজমুল ইসলাম অপু ১টি করে উইকেট শিকার করে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করে রোশান ডিকভেলা।এচাড়া ধনঞ্জয় ডি সিলভা ১৪ ও সানদাকান ১৩ রান করে।
এর আগে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছে তারা।বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রস্তুতি ভালোভাবে সাররেও ব্যর্থতার বৃত্তে আবদ্ধ সাব্বর-সৌম্য।
ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পরে বাংলাদেশ। ১৪ রানের মধ্যে ড্রেসিং রুমে ফিরেছিলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। কিন্তু ওপেনিংয়ে নামা লিটন দাসের সাথে মুশফিকুর রহিম তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান।
পরে চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকের ৭৪ রানের যুগলবন্দী দলের সংগ্রহটাকে ১৮৬-তে নিয়ে যায়। দলের সর্বোচ্চ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে-৬৫। অধিনায়ক মাহমুদউল্লাহ করেছেন ৪৩ আর লিটন দাস ৪০। আর তাতে লঙ্কানদের জন্য বাংলার টার্গেট ১৮৭।