পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্য সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। চতুর্থ ওডিআইতে বুলাওয়েতে শুক্রবার (২০ জুলাই) স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক।
ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই মারমুখি ভূমিকায় ফর্মের তুঙ্গে থাকা ফখর জামান ইমাম-উল হক। শুরু থেতেই স্বগতিকদের বোলারদের উপর চড়াউ হন দুই পাক ওপেনার। ফলে জিম্বাবুয়ের বোলাররা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
১৪৮ বলে বলে ফখর জামান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই কির্তি অর্জন করেন। আর তাতে নাম লেখান শচীন টেন্ডুলকারদের সাথে। জামানের ইনিংসটি সাজানো ছিল ২৪ চার ও ৫ ছক্কার সাহায্যে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৯৯। ফখর ২১০ ও আসীফ আলী ৫০ রান করছে।
source-gonews