ফেসবুক নতুন  Privacy Control সুবিধা যুক্ত করেছে ।

ফেসবুকের মেসেঞ্জার ব্যাবহার বেড়েছে আগের থেকে অনেক বেশি । ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে নতুন  Privacy Controlসুবিধা যুক্ত করেছে । যা ব্যাবহারকারীকে message নিয়ন্ত্রণের সুবিধা দিবে ।Messenger

এছাড়া ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিং পরীক্ষা চালাবে ফেসবুক । এতে করে আপনার পছন্দ অনুযায়ী কল ও message আসার বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন । 

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ইনস্টাগ্রামে বর্তমানে চালু থাকা ফিচারের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। ডিসেম্বর নাগাদ Messenger আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ  Messenger এ কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে Facebook।

অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে ফেসবুকে ছবি বা message পাঠিয়ে বিব্রত করা বন্ধ হবে এতে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *