২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরে রাখা চ্যাম্পিয়ন ফ্রান্স এর সেই ক্ষণটা সমর্থকদের মনে এখনও জ্বলজ্বলে। বহু প্রতীক্ষার পর অবশেষে ‘ফিফা’ কাতার বিশ্বকাপ -২০২২ এর জন্য প্রকাশ করেছে নজিরবিহীন এক সূচি ।বুধবার (১৫জুলাই) ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখ জানায় । সেখানে বলা হয়েছে, প্রতিদিন ১১ ঘন্টার মধ্যে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে । ২১ নভেম্বর ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন অন্যতম সৌন্দর্যমন্ডিত আল বায়েত স্টেডিয়ামে হবে উদ্ধোধনী ম্যাচ । প্রতিদিন স্থানীয় সময় ১টা, ৪টা, ৭টা এবং ১০ টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে । বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হবে খলিফা স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর ।পরদিন ১৮ ডিসেম্বর, ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।এর পূর্বে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের একটি সেমিফাইনাল ম্যাচ । বাকী সেমিফাইনাল ম্যাচটি হবে আল বায়েত স্টেডিয়ামে ।
কাতারের তাপমাত্রা বিবেচনায়, গত বিশ্বকাপ ৩২ দিনে অনুষ্ঠিত হলেও এবার ২৮ দিনেই টুর্নামেন্ট শেষ করবে ফিফা । প্রথম দুই রাউন্ডে একদিনে ৪ টি করে ম্যাচ , ১২ দিনেই শেষ হবে গ্রুপপর্ব ।
দোহার আশে পাশেই স্টেডিয়ামগুলো হওয়াতে চাইলে দর্শকরা মাঠে গিয়েই একদিনে একাধিক ম্যাচ উপভোগ করতে পারবেন । কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির সিইও নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ।
৩২ দলের শেষ বিশ্বকাপে কোন দল খেলবে কোন দলের সাথে তা নির্ধারণ করা হবে ২০২২ সালের মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে গ্রুপ নির্ধারণী ড্র এর মাধ্যমে। পরবর্তী আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হবে।