ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে পাত্তাই পেলো না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইলিয়াস সানীর দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শাইনপুকুর।
শাইনপুকুরের এই বড় জয়ের নায়ক ওপেনার সাদমান ইসলাম। তার দুর্দান্ত সেঞ্চুরির কারণেই ২৬২ রানের পুঁজি নিয়েও ম্যাচে একদমই লড়াই করতে পারেনি শেখ জামাল। ম্যাচের শেষ পর্যন্ত সাদমানকে আউট করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা। ১৪৭ বল মোকাবেলায় ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় ১৪৪ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ওপেনার। এছাড়া তৌহিদ হৃদয় করেন হার না মানা ৫০ রান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল শেখ জামাল। হাসানুজ্জামান আর জিয়াউর রহমানের জোড়া হাফসেঞ্চুরির পরও ইনিংসের এক বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়ে যায় ইলিয়াস সানীর দল। ৫৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার হাসানুজ্জামান আর জিয়াউর রহমান করেন ৮৭ বলে ৭৯।
শাইনপুকুরের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দীন, সুজন হাওলাদার, আবদুল গাফফার আর শুভাগতহোম। একটি উইকেট শিকার করেন আফিফ হোসেন।