বিশ্বকাপের মূল দল ঘোষণা করলো উত্তর আফ্রিকার দল মরোক্ক।
২০ বছর পর বিশ্বকাপ খেলতে এসে আগেভাগেই সরাসরি মূল দল ঘোষণা করলো উত্তর আফ্রিকার দল মরোক্ক। নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছেন মরক্কোর কোচ হার্ভ রেনার্ড। এর আগে ৪বার ফুটবলের এই মহাযজ্ঞে খেলার সুযোগ পেয়েছিল তারা।
অন্য দলগুলোর অধিকাংশই যখন প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে পরে মূল স্কোয়াড ঘোষণার জন্য আর কিছুদিন সময় নিচ্ছে, তখন মরক্কো কোচ সময় নিতে চাইলেন না। বিশ্বকাপে যাদের নিয়ে লড়াই করবেন, তাদের নামই ঘোষণা করলেন তিনি।
বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে রাবাতে ২৪মে থেকে নিজেদের প্রস্তুতি শুরু করবে মরক্কো। পরে ৩১ মে ইউক্রেন, ৪ জুন স্লোভাকিয়া এবং ৯ জুন এস্তোনিয়ার বিপক্ষে নিজেদের ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপের মূল পর্বে ‘বি’ গ্রুপে মরক্কোর সাথে রয়েছে পর্তুগাল স্পেন ও ইরান।
মরক্কোর ২৩ সদস্যের মূল স্কোয়াড
গোলরক্ষক : মুনীর এল কাজুই (নুমানিসিয়া, স্পেন), ইয়াসিন বুনো (গেরোনা, স্পেন), আহমদ রেদা (ইতিহাদ তাঞ্জার)
ডিফেন্ডার : মেহেদী বেনাতিয়া (জুভেন্টাস, ইতালি), রোমান সাইস (ওলউভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ইংল্যান্ড), ম্যানুয়েল দ্য কোস্টা (বাসকসেহার, তুরস্ক), বদর বেনুন (রাজা কাসাব্লাঙ্কা), নাবিল ডিরার (ফেনারবাবাস, তুরস্ক), আরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ, স্পেন), হামজা মেন্ডেল (লিল, ফ্রান্স);
মিডফিল্ডার: এমবার্ক বোসুফা (আল জাজিরা, সংযুক্ত আরব আমিরাত), করিম আল আহমাদি (ফেনোনার্ড, নেদারল্যান্ডস), ইউসুফ আইত বেনাসের (কেন, ফ্রান্স),সুফিয়ান আমরাবাত (ফিয়েওনেড, নেদারল্যান্ডস), ইউনুস (গালাতাসারে, তুরস্ক), ফেইকাল ফজর (গ্যাটেফ, স্পেন), আমিন হারিত (শালকে, জার্মানি);
ফরোয়ার্ড: খালিদ বোতাইব (মালতিয়াসপার, তুরস্ক), আজিজ বোহাদ্দুজ (সেন্ট পল্লী, জার্মানি), আইউব এল কাবি (রেইনসেন্স বার্কান), নর্ডিন আম্র্যাট (লিগানেস, স্পেন), মেহেদী কারসেলা (স্ট্যান্ডার্ড ডে লিগ, বেলজিয়াম), হাকিম জিয়াখ (আজ্যাক্স , নেদারল্যান্ডস)।