বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলেন রশিদ খান

বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে যেভাবে একের পর এক জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজকে হারাচ্ছিল, তাতে বোঝা যাচ্ছিল, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আফগানরা যেন এক পা দিয়েই রেখেছিল। কিন্তু মূল বাছাই পর্ব শুরু হওয়ার পরই কেন যেন খেই হারিয়ে ফেলেছে আফগানরা। তবুও কোনমতে সুপার সিক্সে উঠতে পেরেছে তারা। এখন চলছে সুপার সিক্সের খেলা। এখান থেকে সেরা দুটি দল খেলবে বিশ্বকাপে।

কোন দুটি দল খেলবে? পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েই এগিয়ে। তবে, আফগানিস্তানও নিজেদের সম্ভাবনা ধরে রেখেছে। সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে সেই সম্ভাবনা ধরে রাখল আফগানরা। হারারের ওল্ড হারারিয়ান ক্লাব মাঠে খেলতে নেমে রশিদ খানের ৫ উইকেট নেয়ার কারণে আফগানিস্তান জয় পেয়েছে ৫ উইকেটের বিনিময়ে। ৯৩ বল হাতে রেখে।

টস জিতে ব্যাট করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত। সর্বোচ্চ ৬৪ রান করেন সাইমান আনোয়ার। ৪৫ রান করেন মোহাম্মদ নাভিদ। ২২ রান করেন চিরাগ সুরি। ৯ ওভারে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন রশিদ খান। দৌলত জাদরান ৪৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাদ দিতে নেমে আফগান ওপেনার গুলবাদিন নাইব ৯৭ রানে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। নজিবুল্লাহ জাদরান ৬৪ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। ফলে ৩৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ২ উইকেট করে নেন মোহাম্মদ নাভিদ এবং কাদির আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *