বিষাক্ত হোমোস্যাপিয়েন্স
শাওন মল্লিক
কাব্যগ্রন্থ-বিষাক্ত হোমোস্যাপিয়েন্স
আজকাল প্রত্যেকে এক এক জন
বিষাক্ত হোমোস্যাপিয়েন্স….
আমিও তাই…
তারা আর কোনদিনই হতে
পারবে না দেবতা,
তাদের হিমালয় দিয়ে যাওয়া
হবে না আজব স্বর্গে,
তার চেয়ে বরং খুঁজে পাবে কোন
বেওয়ারিশ মর্গে ;
ক্ষণিকের দেখায়
কোন শিশু হয়ত বলবে,
“আরে এ যে মানুষ নয় , এ যে মানুষ নয়”
এ যে বিষাক্ত হোমোস্যাপিয়েন্স…