বৃষ্টি বিলাস (পর্ব-১৩)- হুমায়ূন আহমেদ

তাের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই ? এক্ষুণি চলে যেতে বলবৃষ্টি বিলাসভদ্রলােক দুপুরে খাবেন বলে বসে আছেনএখন কী করে তাকে চলে যেতে বুলি ? তােমার যদি এতই অসহ্য লাগে তুমি চলে যেতে বল। 

আমি বলব কেন? তুই দাওয়াত করে এনেছিস তুই বলবিআচ্ছা যাও আমিই বলবগােসল সেরে নেই তারপর বলি। 

বলে এসে তারপর বাথরুমে ঢুকবিতাের সাহস দেখে আমি হতভম্বতুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করেছিসএত ফন্দি ফিকির কার কাছ থেকে শিখেছিস

শামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেলসুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন নাক্রমাগত গজরাতে থাকলেনশামার খুব মজা লাগছেঠাতার মনে হলাে সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায় নিরকম মনে হবার কারণ কীএই ছেলের সঙ্গে তার পরিচয় নেইপ্রেম নেইঘন্টার পর ঘণ্টা তারা গুজগুজ করে গল্প করে নিলম্বা লম্বা চিঠি চালাচালি করে নিঅথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভাল লাগছেশুধু যে ভাল লাগছেতা নাবুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছেএটাই কি প্রেম ? হঠাৎ শামার চোখে পানি এসে গেলচোখে পানি আসার অর্থইবা কী

বাথরুমের দরজায় ধাক্কা পড়ছেসুলতানা দরজা ধাক্কাচ্ছেনশামা বলল, কী হলাে মা ? তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করছ

সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দায় আতাউর বসে আছে না? হাফিসফিস করছ কেন? ফিসফিসানির কোনাে কারণ ঘটে নিতুই এই নাটকটা কেন করলি ? কেন আমাকে বললি না আতাউর এসেছে

মা প্লিজ ফিসফিস করবে না তােমনে হচ্ছে তুমি কথা বলছ নাহাঁস কথা বলছে। 

ঘরে খাবারের আয়ােজন এত খারাপতুই এটা কী করলি বলতাে মা

আমি কিছুই করি নিতােমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি ? দ্রলােক নিজেই এসেছেনমা শােনাে, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়াবার ব্যবস্থা করবে ? আমার কাছে ঠাণ্ডা পানি চেয়েছেন, আমি ভুলে গেছি। 

কী সর্বনাশের কথা, তুই ভুললি কী করে! না জানি কী মনে করছে| কিছুই মনে করছে না মাতুমি মুত্তালিব চাচার ফ্রিজ থেকে এক বােতল পানি আনাও তারপর আনির জমিদারকে এক গ্লাপানি পাঠাওআর শােন মা, বাথরুমের সামনে থেকে সরআমি লক্ষ করেছি আমি বাথরুমে ঢুকলেই তােমার একশ একটা গল্প করার নেশা চাপে। 

চট করে একটু পােলাও করে ফেলব ? পােলাও কী দিয়ে খাবেবেগুন ভাজা দিয়ে ? ঘরে ডিম আছেডিমের কোরমা করি

তােমার যা ইচ্ছা কর এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সরআমার খুবই বিরক্তি লাগছে। 

শামা গায়ে পানি ঢালছেগরমের সময় শরীরে পানি ঢাললেই ভাল লাগেআজ অন্যদিনের চেয়েও অনেক বেশি ভাল লাগছে কেন ? শামার হঠাৎ মনে হলাে বাথরুমের বন্ধ দরজার ওপাশে যদি মা দাড়িয়ে না থেকে খাতাউর সাহেব দাঁড়িয়ে থাকত তাহলে চমকার হতগায়ে পানি ঢালতে ঢালতে খাতাউর সাহেবের সঙ্গে গল্প করা যেতকী গল্প করা যায়? কোনাে মানে হয় না এমন সব গল্পধাধা জিজ্ঞেস করলে কেমন হয় ? মাকড়সার একটা ধাধা আছেকেউ এই ধাধার উত্তর পারে নাএটা জিজ্ঞেস করা যেতে পারেশামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে, আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন মাকড়সা জাল বানায়বানায় না

আতাউর বলবে, হ্যা, জানি। 

সেই জালে অন্যান্য পােকা আটকায়, মাকড়সা সেগুলাে খায়এটা জানেন তাে

হা জানি। 

আচ্ছা তাহলে বলুনমাকড়সা তাে পােকাইসে কেন নিজের জালে আটকায় না

বাড়ি দেখে শামা হকচকিয়ে গেলসে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়িসেই বিরাট বাড়ি যে এই হুলুস্থুল তা বুঝতে পারে নিএমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন ? সে পড়বে দেশের বাইরে ইংল্যান্ড আমেরিকায়তা না হলে দার্জিলিংটার্জিলিংএমন বাড়ির মেয়ে ফুটপাতে দাড়িয়ে ফুচকা খায় ভাবাই যায় না। 

শামা গেটের বাইরে দাঁড়িয়ে আছেবাড়ির নাম্বার ঠিক আছে নামও ঠিক আছে হ্যাপি কটেজসব ঠিক থাকার পরেও তাে ভুল হতে পারেহয়ত এটা মীরাদের বাড়ি নাঅন্য কারাের বাড়িএকই নামের দুটো বাড়িতে থাকতেই পারে। 

আতাউর বলল, এই বাড়ি ? শামা বলল, তাইতাে মনে হয়তুমি আগে আস নি

কী বিশাল ব্যাপার! শামা বলল, আপনি চলে যান। 

আতাউর দাঁড়িয়ে রইলনড়ল নাশামা বলল, দাঁড়িয়ে আছেন কেন চলে যানআতাউর বলল, যেতে ইচ্ছা করছে নাতােমার সঙ্গে অনেকক্ষণ থাকলামতাে, অভ্যাস হয়ে গেছে। 

মানুষটা চলে যাচ্ছেহঠাৎ করে শামার তীব্র ইচ্ছা হলাে মানুষটাকে একটু ছুঁয়ে দেয়তার শরীর ঝিমঝিম করছেনিঃশ্বাস বন্ধ হয়ে আসছেমনে হচ্ছেমানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে নাএকটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেয়া যায় না! সে কি বলতে পারে নাএই যে শুনুন, আপনার কপালে এটা কী লেগে আছে ? খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারেকপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলামানুষটার নিশ্চয়ই এত বুদ্ধি নেই যে কপালে ময়লার আসল রহস্য ধরে 

ফেলবেএই জাতীয় ব্যাপারগুলােতে পুরুষদের বুদ্ধি থাকে কম। 

হ্যাপি কটেজের বারান্দায় তৃণা দাঁড়িয়ে আছেসে শামাকে দেখে হাত নাড়ছে। শামা বাড়ির ভেতর ঢুকলতৃণা অতি ব্যস্ত ভঙ্গিতে শামার কাছে এসে বলল, মারাত্মক একটা ব্যাপার হয়েছেবিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় ? মীরাকে আজ নিচ্ছে নাএই বাড়িতেই বাসর হবেমারাত্মক না

শামা বলল, মারাত্মক কেন ? বুঝতে পারছিস না কেন মারাত্মক

 তৃণা বিরক্ত গলায় বলল, তাের কি মাথায় বুদ্ধি বলতে কিছু নেই নাকি ? এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কী? আমরা বাসর ঘর সাজানাের সুযােগ পাচ্ছিঅলরেডি সাজানাে শুরু হয়েছেআমার দূর সম্পর্কের এক ভাই আছে, তার কলাবাগানে ভিডিওর দোকানতাকে খবর দেয়া হয়েছেসে বাসর ঘরে গােপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবেএকটা সাউন্ড রেকর্ডারও থাকবেমীরার যাবতীয় অডিও ভিস্যুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থায় থাকবেএখন বুঝতে পারছিস কেন মারাত্মক

পারছিমীরা কিছু বুঝতে পারছে না ? | সে তার বিয়ের টেনশনে বাচে না, সে কী বুঝবে! তার হচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। 

বাসর হচ্ছে কোথায়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *