• Friday , 7 May 2021

ব্যক্তিগত মাইলফলক, অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ।

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত। গেল রোববার নয়াদিল্লিতে প্রথম টি টোয়েন্টিতে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জেতে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজকোটে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে সমতা ফেরানোই টার্গেট টিম ইন্ডিয়ার।

ইতিমধ্যে ৯৯টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন রোহিত। নয়াদিল্লিতেই তিনি মহেন্দ্র সিং ধোনিকে টপকেছেন। ভারতের সাবেক অধিনায়ক ৯৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

সেখানে আফ্রিদির নামের পাশে লেখা রয়েছে ৯৯টি টি টোয়েন্টি ম্যাচ। তাকে ছাপিয়ে শততম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন রোহিত। রাজকোটে নামলে দেশের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।

সবচেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তার নামের পাশে রয়েছে ১১১টি টি-টোয়েন্টি ম্যাচ। মালিককে ছুঁতে অবশ্য এখনও দেরি রয়েছে ভারতীয় ওপেনারের।

এ ম্যাচ একদিকে ব্যক্তিগত মাইলফলক, অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। অধিনায়ক রোহিত কি চাপ অনুভব করতে শুরু করেছেন?

Related Posts

Leave A Comment