ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ

নিদাহাস ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বুধবারের ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশীসহ মোট ৫০ জন নিহত হন। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাচে আগামীকাল কালো ব্যাজ ধারণ করবে টাইগাররা। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

সোমবার ত্রিভুবন বিমান বন্দরে অবতরণ কালে দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এ ঘটনায় চার ক্রুসহ ৭১ জন আরোহীর অধিকাংশই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যার বেশিরভাই বাংলাদেশী।

বিমান দুর্ঘটনার পর বাংলাদেশ দলে বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ফেসবুকে পোষ্ট করে। মুশফিকুর রহীম তার ফেসবুকে লিখেছেন, ‘দয়া করে সবাই তাঁদের জন্য দোয়া করবেন।’

টুইটারে তামিম দিয়েছেন বড় একটি শোকবার্তা, ‘বিমানের সব যাত্রী ও তাঁদের স্বজনদের অবস্থা অনুভব করতে পারছি। আল্লাহ নিহত ব্যক্তিদের গ্রহণ করুন। বেঁচে যাওয়া ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা সবাই তাঁদের জন্য দোয়া করি।’

সাকিব আল হাসান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‌‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশে জানাই আমার আর শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাঁদের পরিবারের সদস্যদের সাহস জোগান, সেই প্রার্থনা করছি!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *