বিশ্বসেরা ফিল্ডার হিসেবে বেশ নামডাক ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফের। যুবরাজ সিংকে সঙ্গে নিয়ে যিনি কিনা ভারতের ফিল্ডিংয়ের দূর্বলতাকে পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন।
ছয় বছরের ক্যারিয়ারে ১২৫টি আন্তর্জাতিক ওয়ানডে ও ১৩টি টেস্ট খেলেছেন কাইফ। বর্তমানে ভারতের অনূর্ধ-১৯ দলের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আর দলটি সম্প্রতি বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছে। এককাথায় ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাট-প্যাড বাসায় তুলে রাখলেও দেশের প্রয়োজনে এখনো ক্রিকেটের সঙ্গেই আছেন।
ভারতের ক্রিকেটের এই নিবেদিত প্রাণ সম্প্রতি টুইটারে তার পছন্দের একাদশ (ভারতের) প্রকাশ করেছেন। যেখানে কিনা নিজের নামটাই রাখলেন না তিনি।
ভারতের সর্বকালের সেরা একাদশ: শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, হারভজন সিং, জহির খান, অনিল কুম্বলে, শ্রীনাথ।-ক্রি-টে।