ভয় (পর্ব-৪)-হুমায়ূন আহমেদ

এক সময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরুতে থাকে এবং তখন আচমকা আমার বা চোখ খুলে যায়, সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকিসেই চোখের দৃষ্টি সাপের মত কুটিল। 

ভয়জুডির কথা শুনে শুনে আমার ধারণা হল হতেওতাে পারেজগতে কত রহস্যময় ব্যাপারইতাে ঘটেহয়ত আমার নিজেরই কোন সমস্যা আছেআমিও ডাক্তারের কাছে গেলামস্লীপ এ্যানালিষ্টজানার উদ্দেশ্য একটিই ঘুমের মধ্যে আমার কোন শারিরীক পরিবর্তন হয় কিনাডাক্তাররা পুংখানুপুংখ পরীক্ষা করলেনএকবার না বার বার করলেন

দেখা গেল আমার ঘুম আর দশটা মানুষের ঘুমের চেয়ে আলাদা নয়ঘুমের মধ্যে আমিও হাত পা নাড়িঅন্য মানুষদের যেমন ঘুমের তিনটি স্তর পার হতে হয় আমারাে হয়ঘুমের সময় আর দশটা মানুষের মতআমার শরীরের উত্তাপও আধ ডিগ্রী হ্রাস পায়আমিও অন্য সবার মত স্বপ্ন দুঃস্বপ্ন দেখি। 

জুডি সব দেখে শুনে বলল, ডাক্তাররা জানে নাডাক্তাররা কিছুই জানে নাআমি জানিতুমি আসলে মানুষ নাদিনের বেলা তুমি মানুষ থাকসূর্য ডােবার পর থাক না। 

আমি কি হই? তুমি পিশাচ বা এই জাতীয় কিছু হয়ে যাওআমি বললাম, এই ভাবেতাে বাস করা সম্ভব নাতুমি বরং আলাদা থাকখুবই আশ্চর্যের ব্যাপার জুডি তাতে রাজি হল নাঅতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙ্গেস্বামীর পছন্দ হলুদ রঙের বিছানার চাদর, স্ত্রীর পছন্দ নীল রঙভেঙ্গে গেল বিয়েআমাদের এত বড় সমস্যা কিন্তু বিয়ে ভাঙ্গলাে নাআমি বেশ কয়েকবার তাকে বললাম, জুড়ি তুমি আলাদা হয়ে যাও! ভাল দেখে একটা ছেলেকে বিয়ে করসারা জীবন তােমার সামনে পড়ে আছেতুমি এই ভাবে জীবনটা নষ্ট করতে পার না। 

জুডি প্রতিবারই বলে, যাই হােক, যত সমস্যাই হােক আমি তােমাকে ছেড়ে যাব all, I Love you. I love you. | আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিশেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরােধ করবদয়া করে আমার চোখের দিকে তাকান। 

রাশেদুল করিম সানগ্লাস খুলে ফেললেনমিসির আলি তৎক্ষণাৎ বললেন, আপনার চোখ সুন্দরসত্যি সুন্দরআপনার মা যে বলতেন চোখে জন্মকাজল, ঠিকই বলতেন। 

রাশেদুল করিম বললেন, পৃথিবীতে সবচে সুন্দর চোখ কার ছিল জানেন? ক্লিওপেট্রার

অধিকাংশ মানুষের তাই ধারণাধারণা সত্যি নয়পৃথিবীতে সবচে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুনালেরইংরেজ কবি শেলীর চোখও খুব সুন্দর ছিলআমার 

স্ত্রীর ধারণা, এই পৃথিবীতে সবচে সুন্দর চোখ আমারজুডি বলতাে এই চোখের কারণেই সে কোনদিন আমাকে ছেড়ে যেতে পারবে না। 

রাশেদুল করিম সানগ্লাস চোখে দিয়ে বললেন, গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে চাচ্ছি| মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কি জন্যে বলুনতাে

কাউকে যখন আমি আমার চোখের দিকে তাকাতে বলি, সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকেআপনি প্রথম ব্যক্তি যিনি একবারও আমার পাথরের চোখের দিকে তাকান নিআমার আসল চোখের দিকে তাকিয়ে ছিলেনSo nice of you, Sir.‘ 

রাশেদুল করিমের গলা মুহুর্তের জন্যে হলেও ভারী হয়ে গেলতিনি স্বশ্যি চট করে নিজেকে সামলে নিয়ে বললেন, আটটা প্রায় বাজতে চলল, গল্পের শেষটা বলি | জুডির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলকড়া ডােজের ঘুমের অষুধ খেয়ে ঘুমুতে যায়, দুএক ঘন্টা ঘুম হয় বাকি রাত জেগে বসে থাকেমাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায়বারান্দায় দাড়িয়ে ফুপিয়ে কাঁদে। 

ভয় (পর্ব-৪)-হুমায়ূন আহমেদ

এমনি এক রাতের ঘটনাজুলাই মাসরাত সাড়ে তিনটার মত হবেজুডির মাথা পুরােপুরি খারাপ হয়ে গেল সে আমার বা চোখটা গেলে দিলআমি ঘুমুচ্ছিলাম, নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলামসেই ভয়াবহ কষ্টের কোন সীমা পরিসীমা নেই” 

রাশেদুল করিম চুপ করলেনতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলমিসির আলি বললেন, কি দিয়ে চোখ গেলে দিলেন

সুচালাে পেনসিল দিয়েআমার মাথার বালিশের নীচে প্যাড এবং পেনসিল থাকেতখন গ্রুপ থিওরী নিয়ে গভীর চিন্তায় ছিলামমাথায় যদি হঠাৎ কিছু আসে তা লিখে ফেলার জন্যে বালিশের নীচে প্যাড এবং পেনসিল রাখতাম। 

আপনার স্ত্রী ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেনতার মাথা পুরােপুরি নষ্ট হয়ে গিয়েছিলসে কিছুই বলেনি শুধু চিৎকার করেছেতার একটিই বক্তব্য এই লােকটা পিশাচআমি প্রমাণ পেয়েছিকেউ বিশ্বাস করবে নাকিন্তু আমার কাছে প্রমাণ আছে। 

কি প্রমাণ আছে তাকি কখনাে জিজ্ঞেস করা হয়েছে ?” 

নাএকজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোন মানে হয়নাতাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালেআমি হাসপাতালে থাকতে থাকতেই জুডির মৃত্যু হয়। 

স্বাভাবিক মৃত্যু?” 

নাস্বাভাবিক মৃত্যু নয়সে মারা যায় ঘুমের অষুধ খেয়েএই টুকুই আমার গল্পআমি আপনার কাছে একটাই অনুরােধ নিয়ে এসেছি, আপনি সমস্যাটা কি বের করবেনআমাকে সাহায্য করবেনআমি যদি পিশাচ হই তাও আমাকে বলবেনএই ফাইলের ভেতর জুডির একটা স্কেচ বুক আছেস্কেচ বুকে নানান ধরণের কমেন্টস লেখা আছেএই কমেন্টসগুলি পড়লে জুডির মানসিক অবস্থা আঁচ করতে আপনার সুবিধা হতে পারেআটটা বাজে আমি তাহলে উঠি?” 

আবার কবে আসবেন? আগামীকাল ভাের ছটায়ভাল কথা, আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালবাসতাম?” 

নাপ্রকাশ পায় নিজুডির প্রতি আমার ভালবাসা ছিল সীমাহীনআমি এখন উঠছি।” ছিল বলছেন কেন? এখন কি নেই? ভদ্রলােক জবাব দিলেন নারাশেদুল করিম চলে যাবার পর মিসির আলি ফাইল খুললেনফাইলের শুরুতেই একটা খামখামের উপর মিসির আলির নাম লেখা। 

মিসির আলি খাম খুললেনখামের ভেতর ইংরেজীতে একটা চিঠি লেখাসঙ্গে চারটি একশ ডলারের নােটচিঠি খুবই সংক্ষিপ্ত। 

প্রিয় মহােদয়

আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ সামান্য কিছু দেয়া হলগ্রহণ করলে খুশী হব। 

বিনীত, আর করিম। 

মিসির আলি স্কেচ বুকের প্রতিটি পাতা সাবধানে ওল্টালেনচারকোল এবং পেনসিলে স্কেচ আঁকাপ্রতিটি স্কেচের নীচে আঁকার তারিখস্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ, বই ঘরােয়া জিনিশ এক জোড়া জুতা, মলাট ছেড়া বই, টিভি, বুক শেলফস্কেচ বুকের শেষের দিকে শুধুই চোখের ছবিবিড়ালের চোখ, কুকুরের 

চোখ, মাছের চোখ এবং মানুষের চোখমানুষের চোখের মডেল যে রাশেদুল করিমতা বলার অপেক্ষা রাখে না। না বললেও ছবির নীচের মন্তব্য থেকে বােঝা যাচ্ছেমন্তব্যগুলি বেশ দীর্ঘযেমন একটি মন্তব্য | আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করছিমানুষের চোখ একেক সময় একেক রকম থাকেভােরবেলার চোখ এবং দুপুরের চোখ এক নয়আরাে একটি জিনিশ লক্ষ্য করলাম চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মুডের উপর বদলায়বিষাদগ্রস্থ মানুষের চোখের আইরিশ থাকে অস্বচ্ছ

(চলবে)

ভয় (পর্ব-৩)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *