মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি 

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচ্পিূর্ণ পোস্টের জেরে ভারতের ব্যাঙ্গালুর তে ব্যাপক বিক্ষোব হয়েছে । মঙ্গলবার কংগ্রেসের বিধায়ক অখন্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিয়োগ ওঠে ।এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে অসংখ্য মানুষ । অনেকের দাবি এ বিষয়ে পুলিশ অভিযোগ নিতে চায় নি । এরপর থেকেই ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে বিক্ষোভ । বিক্ষোভকারীরা থানায় হামলা চালায়, গাড়িতে আগুন দেয় । এ সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয় । অবমাননাকারীকে আটক করেছে পুলিশ । সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছে মুখ্যমন্ত্রী । 

মঙ্গলবার ( ১১আগষ্ট ) রাতে রণক্ষেত্রে পরিণত হয় নগরীর পূর্ব দিকে অবস্থিত কাওয়ালি বায়রান্ড্র এলাকা । প্রতিবাদকারীরা বিভিন্ন জায়গায় হামলা চালায় । কেজি হাল্লি এবং ডিজি হাল্লি থানায় হামলা চালানো হয় । এতে এক এসপিসহ অন্তত ৬০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন । বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিন কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ হয়েছে । ছোড়া হয়েছে ইট – পাথর । উত্তেজিত জনতা পাকিং এ থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে । পরিস্থিতি আরও উওপ্ত হওয়ার তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় । পরে বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে । একইসঙ্গে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় । থানায় রাখা ২০০ টি মোটরসাইকেল ও পুড়িয়ে দেয় তারা । 

ব্যাঙ্গালুরু পুলিশের যুগ্ন কমিশনার ( ক্রাইম) সন্দীপ পাটেল জানিয়েছেন, সহিংসতার ঘটনায় অন্তত ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে । কংগ্রেস বিধায়কের ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে । তার দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট করেননি । ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এই কাজ করেছে । যদিও পরে সেই পোস্ট টি ডিলিট করে দেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহব্বান জানিয়েছেন রাজ্যর স্বরাষ্ট্রমন্ত্রী বাসভারাজ বোমানিও ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *