মাঠেই প্রাকৃতিক কাজ সারলেন খেলোয়াড়!

Untitled

প্রকৃতি যে কখন কাকে ডাক দেয় তা অনেক সময়ই ধারণার বাইরে চলে যা। যেমনটা ঘটেছিল চলতি বছর অস্ট্রেলিয়ার ভারত সফরের সময়। পুনে টেস্টের প্রথম দিন ‘বাথরুম ব্রেক’ নিতে মাঠ থেকে ঝেড়ে দৌড় দিয়েছিলেন অজি ক্রিকেটার ম্যাট রেনশ। তরুণ রেনশর এমন কাণ্ড দেখে মাঠে দাঁড়িয়ে হাসি চেপে রাখতে পারেননি কোহলি-স্মিথরা। সেই মজার ঘটনাটির কয়েক মাসের মধ্যেই ঘটল আরও ভয়াবহ ঘটনা!

এবার কোনো ‘বাথরুম ব্রেক’ নয়; সরাসরি মাঠেই হাঁটু গেড়ে কাজ সেরে ফেললেন এক ফুটবলার! অবাক হওয়ার এখনো কিছু বাকি আছে। ম্যাচের ৮১তম মিনিট চলছে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ডাক পড়ে ২৩ বছর বয়সী মিডফিল্ডার দিমিত্রিস পেলকাসের। মাঠের ডাকের পাশাপাশি একই সময়ে ডাক দিয়ে বসে প্রকৃতি! সেই ডাকে সারা দিতে গোলপোস্টের পাশে বিজ্ঞাপন বোর্ডের আড়ালে বসে প্রস্রাব করতে শুরু করে দেন এই ফুটবলার!

ঘটনা উয়েফা ইউরোপা লিগের। গ্রিসের ফুটবল দল পাওক বনাম অলিম্পিক ডোনেৎস্কের ম্যাচে প্রকৃতির ডাকে সারা দিয়ে মাঠেই কাজ সেরে ফেলেন পাওক দলের ওই ফুটবলার। এই কাণ্ড দেখে অবাক হয়ে যা সতীর্থরাও। ততক্ষণে সেই ফুটবলারকে ঘিরে ধরেছেন ফটোসাংবাদিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *