
এর আগে, গত বুধবার অনুশীলনের সময় হাতের ইনজুরিতে পড়েছিলেন তামিম ইকবাল। যে কারণে লঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পারেননি তিনি।
ইনজুরির কারণেই দক্ষিণ আফ্রিকা সফরেও বেশি কটি ম্যাচ খেলতে পারেননি তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম দিকের ম্যাচগুলোতেও ছিলেন না তিনি। সেই একই সমস্যায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পড়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে দ্রুতই সুস্থ হয়ে একাদশে ফিরছেন এ মারকুটে ব্যাটম্যান।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৩ রান করেও লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। যে কারণে রবিবারের ম্যাচটি টাইগারদের কাছে বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। জিততে পারলে সমতায় সিরিজ হবে শেষ। হারলেই সফরকারীদের বিপক্ষে পড়তে হবে হোয়াইটওয়াশের লজ্জায়। নিশ্চয় সেটা চায় না মাহমুদউল্লাহর দল