মুনীর চৌধুরী মানিকগঞ্জে জন্মগ্রহন করেন । তাঁর পৈত্রিক নিবাস নোয়াখালি জেলায় । তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড উদ্ভাবন করেন ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন ।
- মুনীর চৌধুরী জন্মগ্রহণ করেন – ১৯২৫ সালের ২৫ নভেম্বর ।
- তিনি প্রথম বাংলা টাইপ রাইটার নির্মাণ করেন – ১৯৬৫ সালে ।
- প্রথম বাংলা টাইপ রাইটারের নাম – ‘মুনীর অপটিমা’ ।
- তাঁর প্রথম উপন্যাস – ‘রক্তাক্ত প্রান্তর’ ।
- ’রক্তাক্ত প্রান্তর’ উপন্যাস প্রকাশিত হয়েছিল – ৯১৬২ সালে।
- ’কবর’ সাহিত্যকর্মটির লেখক – মুনীর চৌধুরী ।
- মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি – অনুবাদ নাটক ।
- কোনটি ঐতিহাসিক নাটক – ’রক্তাক্ত প্রান্তর’ ।
- মুনীর চৌধুরীর অনুদিত নাটক – ’মুখরা রমণী বশীকরণ’ ।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা – মুনীর চৌধুরী ।
- মুনীর চৌধুরী শহীদ হন – ১৯৭১ সালে ।
- ’ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ’ বলেছেন – মুনীর চৌধুরী ।
- পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক – ‘রক্তাক্ত প্রান্তর’ ।
- ’কবর’ নাটকটির রচয়িতা – মুনীর চৌধুরী ।
- ’রক্তাক্ত প্রান্তর’ এর পটভূমী ছিল – পানিপথের ৩য় যুদ্ধ ।
- মুনীর চৌধুরী অনূদিত নাটক – ’রূপার কৌটা’ ।
- ’রক্তাক্ত প্রান্তর’ কোন ধরনের গ্রন্থ – ঐতিহাসিক নাটক ।
- ’রক্তাক্ত প্রান্তর’ কে লিখেছেন – মুনীর চৌধুরী ।
- বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন – মুনীর চৌধুরী ।
মুনীর চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম
- ’রক্তাক্ত প্রান্তর’ এর রচয়িতা – মুনীর চৌধুরী ।
- কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী – মুনীর চৌধুরী ।
- মুনীর চৌধুরীর ‘মীর মানস’ কোন জাতীয় গ্রন্থ – প্রবন্ধ ।
- ’কবর’ এটি কোন শ্রেণীর গ্রন্থ – নাটক ।
- ’কবর’ নাটকের বিষয়বস্তু – ভাষা আন্দোলন ।
- মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন যে বিখ্যাত নাটকটি লিখেছিলেন – ’কবর’ ।
- মুনীর চৌধুরীর যে নাটকটি মঞ্চায়ন করা হয় কারাগারে – ‘কবর’ ।
- ’কবর’ নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় – ঢাকা কেন্দ্রীয় কারাগারে ।
- মুনীর চৌধুরী অনূদিত নাটক – ‘মুখরা রমণী বশীকরণ’ ।
- মুনীর চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার পান – ১৯৬২ সালে ।
- তাঁর অন্যান্য পুরস্কার সমুহ – ’মীর মানস’ (দাউদ পুরস্কার-১৯৬৫ সিতারা-ই-ইমতিয়াজ খেতাব-১৯৬৬) ।
- যে নাটকের জন্য মুনির চৌধুরী বাংলা একাডেমি প্ররস্কার পান – ‘রক্তাক্ত প্রান্তর‘ ।
- ’পলাশী ব্যারক ও অন্যান্য’ এর রচয়িতা – মুনীর চৌধুরী ।
- ’দণ্ডকারণ্য’ নাটকটির রচয়িতা – মুনীর চৌধুরী ।
- ’কবর’ নাটকটি অভিনীত হয় – রাজবন্দীদের দ্বারা ।
- মুনীর চৌধুরীর অন্যান্য বিখ্যাত প্রবন্ধের মধ্যে রয়েছে – ’মীর মানস’ (১৯৬৫), তুলনামূলক সমালোচনা (১৯৬৯), বাংলা গদ্যরীতি (১৯৭০) ।
- বিখ্যাত অনুবাদককৃত নাট্যগ্রন্থ – ’মানুষ’(১৯৪৭), ‘চিঠি’ (১৯৬৬), ’কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৭), ‘রূপার কৌটা’ (১৯৬৯) সালে প্রকাশিত হয় ।
- মুনীর চৌধুরী এর ’মুখরা রমণী বশীকরণ’ শেক্সপিয়রের – ‘The Taming of the Shrew’-এর অনুবাদ ।