মেসির বাড়ির ওপর দিয়ে প্লেন ওড়ার অনুমতি নেই।

মেসির বাড়ির

লিওনেল মেসির বাড়ি পড়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্প্যানিশ বিমান সংস্থা। এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বার্সেলোনা বিমানবন্দর আরও একটা টার্মিনাল যোগ করতে পারছে না কারণ, মেসির বাড়ির ওপর দিয়ে প্লেন ওড়ার অনুমতি নেই।

একটি ছোট বিমান সংস্থার প্রেসিডেন্টের দাবি লিওনেল মেসির বাড়ির ওপর দিয়ে প্লেন ওড়ার অনুমতি নেই। আর জেরেই বার্সেলোনা বিমানবন্দর অসুবিধার সম্মুখীন হচ্ছে। জ্যাভিয়ের স্যানচেজ প্রেইতো জানিয়েছেন একটি নতুন টার্মিনাল যোগ করা যাচ্ছে না কারণ যেখানে মেসির বাড়ি তাহলে সেখান দিয়ে প্লেন যেতে হবে।

স্যানচেজ আরও দাবি করেছেন, বিমানবন্দরের রানওয়ে সীমাবদ্ধ, তাও কিছুতেই মেসির বাড়ির ওপর দিয়ে যাওয়া যাবে না। সারা পৃথিবীতে কোথাও এরকম হয় না। বার্সেলোনার নিকটস্থ গাভা এলাকায় থাকেন মেসি। যেটা বিমান বন্দর থেকে ১০ কিলোমিটারের মধ্যে। গাভায় পরিবেশগত একটা বাধা রয়েছে। যার জন্য এই জায়গার ওপর দিয়ে প্লেন যেতে পারে না। মেসির বাড়ির কাছাকাছিই থাকেন লুই সুয়ারেজ ও ফিলিপ কুটিনোহ। যদি আপনার ব্যাক্তিগত প্লেন থাকে তাহলে ভুলেও মেসির বাড়ির ওপর দিয়ে প্লেন উড়িয়ে যাবেন না।

 

Read More

পেশওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *