মোহাম্মদ নজিবর রহমান বাংলা ভাষার একজন ঔপন্যাসিক যিনি ঊনবিংশ শতাব্দীতে সাহিত্যর জগতে প্রবেশ করেছিলেন । তৎকালীন সময়ে একজন ঔপন্যাসিক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন । সে কালের মুসলমানদের প্রতি ইংরেজদের অহেতুক বৈরী মনোভাব তিনি তীক্ষ্ণভাবে উপলব্ধি করেছিলেন । তাকে উনবিংশ শতাব্দীর বিকাশোন্মুখ মধ্যবিত্ত বাঙালি মুসলমান সমাজের প্রতিনিধি গণ্য করা হয় । তাঁর রচিত উপন্যাসসমূহ তীক্ষ্ণ সমাজ সচেতনতার উজ্জ্বল স্বাক্ষর বহন করে ।
- মোহাম্মদ নজিবর রহমান এর জন্ম – ১৮৬০ খ্রীস্টাব্দে অবিভক্ত ভারতের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরবেলতৈল গ্রামে ।
- নজিবর রহমানের উপধি – সাহিত্যরত্ন ।
- তিনি উপন্যাস রচনা করেছেন – ২০ টি ।
- তিনি চরবেলতৈল গ্রামে একটি মক্তব প্রতিষ্ঠ করেন – ১৮৯২ সালে ।
- ’বিষাদসিন্ধুর’ পর বাংলা ভাষা ও সাহিত্যের জগতে ব্যাপক জনপ্রিয় একটি উপন্যাস – ’আনোয়ারা’ ।
- বিখ্যাত ’আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা – মোহাম্মদ নজিবুর রহমান ।
- প্রেম, বিরহ এবং দাম্পত্য জীবনের নানা সঙ্কট ও সেই সঙ্কট থেকে উত্তরণ এর আখ্যানবস্ত্ত্ব – ’আনোয়ারা’ উপন্যাসে ।
- সত্যের জয় এবং অসত্যের পরাজয় উপস্থাপিত হয়েছে – ‘আনোয়ারা’ উপন্যাসে ।
- তাঁর লেখা বিখ্যাত উপন্যাস ’আনোয়ারা’ প্রকশিত হয় – ১৯১৪ সালে ।
- তাঁর রচিত ’প্রেমের সমাধি’ কোন জাতীয় রচনা – সামাজিক উপন্যাস ।
- ’গরীবের মেয়ে’ কোন জাতীয় রচনা – আত্মজীবনীমূল সামাজিক উপন্যাস ।
- ’গরীবের মেয়ে’ উপন্যাসের রচয়িতা – মোহাম্মদ নজিবর রহমান ।
- তাঁর রচিত ‘ পরিনাম’ কোন জাতীয় রচনা – পারিবারিক ও সামাজিক উপন্যাস ।
- ’চাঁদ তারা বা হাসান গঙ্গা বাহমনি’ কোন জাতীয় রচনা – ঐতিহসিক উপন্যাস ।
- তাঁর রচিত ’দুনিয়া আর চাই না’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’মেহের-উন্নিসা’ কোন জাতীয় রচনা – সামাজিক উপন্যাস ।
- ’মেহেরউন্নিসা’ উপন্যাসের রচয়িতা – মোহাম্মদ নজিবর রহমান ।
- তাঁর রচিত ‘ নামাজের ফল’ কোন জাতীয় রচনা – সামাজিক-ধর্মীয় উপন্যাস ।
- ’দুনীয়া আর চাই না’ কোন জাতীয় রচনা – গল্প-সংকলন ।
- তাঁর রচিত ‘বেহেস্তের ফুল’ একটি – উপন্যাস ।
- পারিবারিক উপন্যাস – ‘রমণীর বেহেস্ত’ ।
- তাঁর রচিত ‘দুনিয়া আর চাই না’ কোন ধরনের লেখা – উপন্যাস ।
- তিনি মৃত্যুবরণ করেন – ১৮ অক্টোবর ১৯২৩ সালে ।
Read More: