যদিও সন্ধ্যা -পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

আনিকা চিন্তাই করতে পারে নি, আজও তার অফিসে পৌছাতে দেরি হবেঅন্যদিনের চেয়ে দশ মিনিট আগে সে ঘর থেকে বের হয়েছেসেই হিসাব ধরলে পনেরাে মিনিট আগে অফিসে পৌছানাের কথা, অথচ এলিফ্যান্ট রােডের জ্যামে সে চল্লিশ মিনিট ধরে আটকা পড়ে আছে

জ্যামের কারণ রাস্তার মাঝখানে নষ্ট হয়ে পড়ে আছে একটি ট্রাকট্রাকের পাশের খালি জায়গাটা দিয়ে এক সঙ্গে দুটা গাড়ি ঢুকতে গিয়ে গিটু লেগে গেছেকেউ নড়তে পারছে নাকারাে তেমন মাথাব্যথাও নেইসবাই গা ছেড়ে অপেক্ষা করছেকিছু একটা হবেকখন হবে কীভাবে হবে সেটা নিয়ে কারাে কোনাে টেনশন দেখা যাচ্ছে। 

ফ্লাস্কে করে এক ছেলে রঙ চা বিক্রি করছেঅনেকেই আগ্রহ করে সেই চা খাচ্ছে। 

ছেলেটা আনিকার কাছে এসে বলল, আফা, চা খাইবেন ? আনিকা বলল, যা ভাগথাপ্পড় খাবি

যদিও সন্ধ্যা -পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

আনিকা ভেবেই পাচ্ছে না ফট করে থাপ্পড় দেবার কথাটা সে কেন বললতার মেজাজ কি এতটাই খারাপ হয়েছে ? প্রতি সপ্তাহে তার দুইতিনদিন লেট হচ্ছেঅন্যদেরও লেট হচ্ছেঅন্যদেরটা কারাের চোখে পড়ছে নাতারটা চোখে পড়ছেসেকশান অফিসার সিদ্দিক সাহেব গতকাল খুব ভালাে মানুষের মতাে তার ঘরে এসে বললেন, মিস আনিকা, আপনি কি দুই আড়াইশটাকা খরচ করতে পারবেন ? 

আনিকা তটস্থ হয়ে বলল, কোন ব্যাপারে স্যার ?

একটা দেয়ালঘড়ি কিনে আপনার শােবার ঘরে টানিয়ে রাখবেন। আজকাল দেয়ালঘড়ি সস্তা হয়ে গেছেদুই আড়াইশটাকায় ভালাে ঘড়ি পাওয়া যায়আমার ধারণা আপনার বাসায় কোনাে দেয়ালঘড়ি নেই। 

অপমানে আনিকার চোখে পানি এসে যাচ্ছিলসে অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে বলল, এইবার বেতন পেয়েই একটা ভালাে ঘড়ি কিনব স্যার। 

জ্যাম বােধহয় ছুটেছেসব গাড়ি একসঙ্গে চলা শুরু করেছেএতক্ষণ কারাে কোনাে ব্যস্ততা ছিল নাএখন ব্যস্ততার সীমা নেইকে কার আগে যাবে! যেন অলিম্পিকের দৌড় প্রতিযােগিতা হচ্ছেফার্স্ট হয়ে সােনা জিততে এক ঘণ্টা বাইশ মিনিট লেট করে আনিকা অফিসে পৌছল। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

সিদ্দিক সাহেব আজ কী বলবেন কে জানে! আজ হয়তাে বলবেনমিস আনিকা, আপনাকে অফিসের খরচে একটা ঘড়ি কিনে দেই

শান্ত গলায় কঠিন অপমানের কথা একটা মানুষ কী করে বলে কে জানে! আনিকার ইচ্ছা করছে অফিসে না ঢুকে বাসায় চলে যেতেপর পর তিনদিন বাসায় কাটিয়ে অফিসে হাজির হবেযার যা ইচ্ছা বলুক। 

যা ইচ্ছা করে তা করা যায় নামানুষ চলে অনিচ্ছার পথেতাকে বাধ্য হয়ে চলতে হয়আনিকা তার ঘরে ঢুকলতার ঘরে সে একা না, আরেকজন সিনিয়র কলিগ আছেনজাহানারাঅফিসে তার নাম ‘পান আপাতিনি সারাক্ষণ পান খানশুধু যে নিজে খান তা না, অন্যদেরও খাওয়াবার চেষ্টাকরেনময়মনসিংহের মিকচার জরদা, মহেশখালির পান। 

জাহানারা আনিকাকে দেখে কেমন যেন অন্যরকম চোখে তাকালআনিকার বুক উঁাৎ করে উঠলআজ মনে হয় বড় কোনাে ঘটনা ঘটেছে। 

আনিকা বলল, আপা কেমন আছেন ? আজ দেরি হয়ে গেলকেউ কি আমার খাের্জ করেছিল

জাহানারা শুকনা গলায় বললেন, বড় সাহেব দুবার এসে খোঁজ করেছেনতােমাকে দেখা করতে বলেছেন। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

আনিকা টোক গিললআজ ভালাে যন্ত্রণা হবে এখনাে সময় আছে চেয়ারে বসে ঘর থেকে বের হয়ে গেলেই হয়তিনদিন বাসায় শুয়ে বসে থাকবে বেইলী রােডে নাটক পাড়ায় নাটক দেখবে, ফুচকা খাবে একদিন যাবে শওকতের বাসায়শওকত তার ছেলেকে নিয়ে কী আহ্লাদী করছে দেখবেছেলের জন্মদিনে শওকত কি তাকে ডাকবে ? মনে হয় ডাকবে নাডাকুক বা 

ডাকুক, জন্মদিনের একটা উপহার তাে কিনতে হবেছেলেদের উপহার কেনার যন্ত্রণা আছেএকটা দিন লাগবে উপহার বেছে বের করতেযত কিছুই সে ভাবুক, শেষপর্যন্ত বড় সাহেবের কামরায় তাকে ঢুকতেই হবেসম্পূর্ণ নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতায় সে আজ পর্যন্ত কিছুই করতে পারে নি। 

সিদ্দিক সাহেব আনিকাকে দেখে বললেন, আচ্ছা আপনি এসেছেনবসুন বসুন। 

আনিকা বসল। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

সিদ্দিক সাহেব তার সামনের খবরের কাগজ ভাঁজ করে রাখতে রাখতে বললেন, আজকের কাগজ দেখেছেন? জোকস কর্নারে মজার একটা জোক ছাপা হয়েছেটিচার ছাত্রকে জিজ্ঞেস করেছেঘােড়া এবং হাতি, এদের পার্থক্য কী ? ছাত্র বলেছে, ঘােড়ার লেজ পেছনে থাকে, হাতির লেজ সামনে থাকেহা হা হাএইসব জোকস এরা কোথায় পায় কে জানে!

আনিকা অবাক হয়ে দ্রলােকের দিকে তাকিয়ে আছেনতাঁর আচার আচরণের কোনাে মানে সে বুঝতে পারছে না। 

মিস আনিকা! জি স্যারআপনার কী রাশি বলুন তােতুলা রাশি। লিবরা। 

আজকের দিনে আপনার রাশিফল কী বলছে দেখিতুলা রাশি : বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের যন্ত্রণা থেকে দূরে থাকুনদূরপাল্লার ভ্রমণে বের হবেন নাচাকরি ব্যবসায় আর্থিক গােলযােগের সম্ভাবনাআপনি কি রাশিফলে বিশ্বাস করেন

আনিকা বলল, আমি বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না । 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

সিদ্দিক সাহেব হাসিমুখে বললেন, আমিও বিশ্বাস করি না, তবে আমার বেলায় খুব মিলেআমি পত্রিকা খুলে প্রথম পড়ি রাশিফল তারপর পড়ি জোকস, তারপর ফ্রন্ট পেইজে যাই । 

আনিকা বুঝতে পারছে না এই মানুষটার সমস্যা কী ? হড়বড় করে এত কথা কেন বলছে! কোনাে একটা ঘটনা অবশ্যই ঘটেছেঘটনাটা কী

মিস আনিকা! জি স্যার। 

আপনার জন্যে একটা সুসংবাদ আছেসুসংবাদ এবং সারপ্রাইজবিগ সারপ্রাইজচা খাবেন

জিনা স্যার, চা খাব নাসারপ্রাইজটা কী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *