যদিও সন্ধ্যা -পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

এসি থাকলে কিছুক্ষণ ঘুরব। 

এসি আছেনতুন গ্যাস ভরেছি, ভালাে ঠাণ্ডা হয়কিছুক্ষণের মধ্যেই দেখবেন গাড়ির মধ্যে মাঘ মাস। 

গাড়িতে ক্যাসেটপ্লেয়ার আছে ? ক্যাসেটপ্লেয়ার থাকলে গান শুনবআমি ক্যাসেট কিনে এনেছি। 

ক্যাসেটপ্লেয়ার নষ্টঠিক করব ঠিক করব বলে ঠিক করা হয় নাটেক্সিক্যাবে সবাই এসি চায়কেউ গান শুনতে চায় না। টেক্সিক্যাবে উঠে গান শুনবে এত সৌখিন মানুষ বাংলাদেশে নাইবিলেতআমেরিকায় থাকলে থাকতে পারে। 

আপনি কথা কম বলে গাড়ি চালানআপনি কথা বেশি বলেন। 

ড্রাইভার বলল, একটা কথা শুধু জিজ্ঞেস করব, তারপর আর কিছু জিজ্ঞেস করব নাফাকা রাস্তায় যতক্ষণ বলেন ঘুরব। 

আনিকা বলল, কথাটা কী ? উনার সঙ্গে কি পরে দেখা হয়েছে ? কার সঙ্গে দেখা হয়েছে

যে ভদ্রলােক যাকে বিয়ে করতে গেলেনকাজি অফিসের সামনে থেকে লােক ছুটে গেলআমার পরিবারকে ঘটনাটা বলেছিলাম, সে মনে খুবই কষ্ট পেয়েছে। 

নেক কথা বলে ফেলেছেন, আর কথা বলবেন নাজি আচ্ছা।। আপনার ছেলেমেয়ে আছে ? একটা মেয়ে, ক্লাস টুতে পড়েমেয়ের নাম কী ? উজ্জলাউজ্জলা আবার কেমন নাম

মেয়ের গায়ের রঙ উজ্জ্বল, এই জন্যে তার মা শখ করে নাম রেখেছে উজ্জলাভালাে নাম মুসাম্মত উজ্জলা বেগম। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

আনিকা হাতে ধরে রাখা কচ্ছপটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এই কচ্ছপটা রাখুনউজ্জলাকে দেবেনআমার উপহারআর শুনুন, এখন থেকে কোনাে কথা বলবেন নামুখ বন্ধ করে গাড়ি চালাবেনএকটা শব্দ যদি বলেন, আমি গাড়ি থেকে নেমে যাবশব্দও বলতে হবে না, গলা খাকারি দিলেও নেমে যাব। 

গাড়ির এসি সত্যি ভালােআনিকার এখন শীত শীত লাগছে। 

একটা পাতলা সুতির চাদর থাকলে ভালাে হতােসারা গায়ে চাদর জড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকাগাড়ির ক্যাসেটপ্লেয়ারটা ভালাে থাকলে গান শােনা যেতমদিনাবাসী প্রেমে ধর হাত মমহাত প্রেমে ধরতে হয়অপ্রেমে হাত ধরা যায় নাসে যে শওকতের হাত ধরে আছে, সেই হাত কি প্রেমে ধরে আছে

অপ্রেমে ধরে আছে ? ইদানীং তার খুব ঘনঘন মনে হচ্ছেশওকত নামের মানুষটার প্রতি তার কোনাে প্রেম নেইযা আছে তা অন্য কিছুএই অন্য কিছুটা কী তা সে জানে না খুব বুদ্ধিমান কোনাে মানুষের সঙ্গে যদি পরিচয় থাকত, তাকে সে জিজ্ঞেস করতমিসির আলির মতাে বুদ্ধিমান কেউযিনি একটা দুটা প্রশ্ন করেই সব জেনে ফেলতেনকিংবা তাকে প্রশ্নও করতে হতাে নাতিনি চোখের দিকে তাকিয়েই বলে ফেলতেন। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৭)-হুমায়ূন আহমে

আনিকা পা উঠিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসল চোখ বন্ধ করল এখন কেন জানি তার মনে হচ্ছে গাড়িতে গান বাজছেএটা মন্দ নাগান হচ্ছে কল্পনায়। 

কল্পনায় গান শুনতে শুনতে মিসির আলী সাহেবের সঙ্গে কথা বলা যায় দেখা যেতে পারে এই বৃদ্ধ তার সমস্যার সমাধান করতে পারেন কিনাসে কী জন্যে শওকত নামের মানুষটার সঙ্গে ঝুলে আছেমিসির আলী প্রশ্ন করছেন, সে জবাব দিচ্ছে। 

প্রশ্ন : উনার সঙ্গে তোমার কতদিনের পরিচয় ? উত্তর : অনেক দিনের। 

প্রশ্ন ; শােন আনিকা, তুমি একদুই শব্দে প্রশ্নের জবাব দেবে নাএকদুই শব্দে প্রশ্নের জবাব দিতে হয় পুলিশের কাছেআমি পুলিশ নাআমার প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেবেসেই বিস্তারিত জবাব থেকে অনেক কিছু বের হয়ে আসবে এখন বলাে, শওকত নামের মানুষটার সঙ্গে তােমার কত দিনের পরিচয় এবং কীভাবে পরিচয়

উত্তর : আমার বড়ভাই এবং উনি এক ক্লাশে পড়তেনদুজনের মধ্যে খুবই 

বন্ধুত্ব ছিলতারা দুজন এক সঙ্গে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেনউনি ভাইয়ার সঙ্গে দেখা করতে আসতেনআমি পাঁচ বছর বয়স থেকেই তাকে 

চিনি। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৭)-হুমায়ূন আহমেদ

উনার বিষয়ে আপনাকে একটা মজার কথা বলিপাঁচ বছর বয়স থেকেই তাঁকে আমি নাম ধরে ডাকতামভাইয়া তাঁকে ডাকত শওকত আমিও ডাকতাম শওকত হয়তাে কোনাে একদিন উনি বাসায় এসেছেনআমি দৌড়ে গিয়ে ভাইয়াকে বলতামভাইয়া, শওকত এসেছেভাইয়া আমাকে বকাবকি করতবলত, নাম ধরে ডাকছিস কেন?

আমি বলতাম, তুমিও তাে নাম ধরেই ডাকএকটু বড় হবার পর আমি শওকত ভাই ডাকা শুরুর চেষ্টা করি; তখন উনি বললেন, বাচ্চা একটা মেয়ে আমাকে নাম ধরে ডাকে, আমার খুব মজা লাগেতুমি আমাকে নাম ধরেই ডাকবে। 

প্রশ্ন : তােমার বড়ভাইয়ের প্রসঙ্গে বলাে । 

উত্তর : উনি আমার আপন ভাই ছিলেন নাউনি ছিলেন আমার সত্তাইউনার মামৃত্যুর পর বাবা দ্বিতীয় বিবাহ করেনভাইয়া আমাকে খুব আদর করতেনআমার ভাইয়া আমাকে যে আদর করতেন, পৃথিবীর কোনাে ভাই তার বােনকে এত আদর কখনাে করে নি, ভবিষ্যতেও করবে না। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৭)-হুমায়ূন আহমে

প্রশ্ন : উনি মারা গেছেন ? উত্তর : জি, উনি মারা গেছেনআমি তখন সেভেনে পড়িপ্রশ্ন : তােমার ভাই কীভাবে মারা গেছেন ? উত্তর : সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না প্রশ্ন : অপঘাতে মারা গেছেন

উত্তর : হ্যা, অপঘাতে মারা গেছেনঘুমের ওষুধ খেয়েছিলেন। আমার বাবামা দুজনই ভাইয়াকে খুব যন্ত্রণা দিতেনসারাক্ষণ বকাবকি, সারাক্ষণ রাগারাগি । ভাইয়ার আর্ট কলেজে ভর্তি হওয়াটা বাবা কিছুতেই মেনে নিতে পারেন নিবাবা বলতেন, সব বখাটেরা আর্ট কলেজে পড়তে যায়এটার নাম আর্ট কলেজ না, এটার নাম বখাটে কলেজ

বাবা তার কলেজে পড়ার খরচ দেয়া বন্ধ করে দিলেনতখন শওকত তার কলেজের বেতন দিতরঙতুলি কিনে দিতশওকতের অবস্থা তাে ভালাে ছিল নাতারও খুব কষ্ট হতােশেষে ভাইয়া কলেজ ছেড়ে দিলদিনরাত বসে বসে থাকততখন তার মধ্যে সামান্য মাথা খারাপের লক্ষণ দেখা দিলরাত জেগে ছবি আঁকতছবির মানুষগুলির সঙ্গে বিড়বিড় করে কথা বলত। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *