জ্বলন্ত মােমবাতি সেই পানির উপর এমনভাবে ধরতে হবে যেন গলানাে মােম পানির উপর পড়ে। এক এক ফোটা মােম পড়বে আর জমে গিয়ে মুক্তার দানার মতাে হয়ে যাবে।
বাহ্ ইন্টারেস্টিং তাে! আমাকে আর্টস এন্ড ক্রাফট ক্লাসে শিখিয়েছে।
আসাে, তাহলে কাজ শুরু করা যাক। তুমি বানাবে মুক্তা, আমি বানাবাে ভূত। তার আগে তুমি মা‘র সঙ্গে কথা বলে এসাে। সে নিশ্চয়ই তােমার টেলিফোনের জন্যে অপেক্ষা করে থাকে।
ইমন বাধ্য ছেলের মতাে মা‘কে টেলিফোন করতে গেল। শওকত লক্ষ করল, টেলিফোন করার জন্যে সে বারান্দায় চলে গেছে। মাকে সে কখনাে। বাবার সামনে টেলিফোন করে না। মা‘র জগতটা সে বাবার কাছ থেকে আলাদা করে রেখেছে। একইভাবে বাবার জগতটাও সে নিশ্চয় মা‘র কাছ থেকে লুকিয়ে রাখে। মাতা–পুত্রের কথাবার্তা আড়াল থেকে শােনার ক্ষীণ ইচ্ছা শওকতের হলাে। ইচ্ছাটাকে সে পাত্তা দিল না। ছেলেকে ভােলানাের জন্যে ছবি আঁকতে হবে। লেকের মাঝ থেকে উঠে আসছে দুষ্ট বুড়াে। জোছনার ছবি। মেরিন ব্লু, ডার্ক আম্বার, আইভরি ব্ল্যাক, হােয়াইট। চারটা রঙ। অনেকদিন ছবি আঁকা হয়
শওকতের মধ্যে টেনশন কাজ করতে শুরু করেছে। সাদা বাের্ডটা যেন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সে যেন গম্ভীর গলায় বলছে— আমার গায়ে রঙ ভরাতে যাচ্ছ। খুব সাবধান! খুব সাবধান।
ইমন প্রথম কথা বলল, কেমন আছ মা ?
যদিও সন্ধ্যা -পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ
রেবেকা বললেন, আমি ভালাে আছি। তুমি কেমন আছ ? ভালাে । শুধু ভালাে, না বেশ ভালাে ? বেশ ভালাে। আজ দুপুরে কী দিয়ে খেয়েছ ? খিচুড়ি। শুধু খিচুড়ি ? হা। বাবা আর আমি আমরা দুজনে মিলে বেঁধেছি। তুমি কি রান্নাও শিখে যাচ্ছ নাকি ? হঁ্যা। আমি চা বানাতেও পারি । বলাে কী? চা বানানাে যে এত সহজ আমি আগে জানতাম না ।
আগে জানতে না– এমন অনেক কিছুই এখন জানবে। ভালাে কথা, তােমার বাবার বাসায় কি কোনাে কাজের মানুষ নেই ?
না। সকালবেলা রহিমার মা বলে একজন মহিলা এসে ঘর ঝাঁট দেন। বাসন ধুয়ে দেন। তিনি এখন আসছেন না। তবে তাতে আমাদের কোনাে অসুবিধা হচ্ছে না।
রাতে কী খাবে ?
রাতেও খিচুড়ি খাব। দুপুরে আমরা বেশি করে রান্না করেছি। অর্ধেক রেখে দিয়েছি রাতের জন্যে।
তুমি যদি চাও, আমি হােটেল সােনারগাঁ থেকে পিজা কিনে পাঠাতে পারি। মা লাগবে না। আমি যতদূর জানি পিজা তােমার খুবই পছন্দের খাবার। খিচুড়িও আমার খুব পছন্দের খাবার মা।
তাহলে তাে ভালােই। অ্যান্ডারসন তােমাকে একটা ফ্যাক্স পাঠিয়েছে। তােমাকে কি পড়ে শােনাৰ ?
হা।
হ্যালাে লিটল কাউবয় । হ্যাভিং ফান?‘ এই দুই লাইন। তুমি যদি ফ্যাক্সের উত্তর দিতে চাও, আমাকে বলাে, আমি উত্তর পাঠিয়ে দেব।
উত্তর দিতে চাই না। কেন চাও না ? আমি যতদূর জানি তুমি অ্যান্ডারসনকে খুব পছন্দ কর।
আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, এই জন্যে উত্তর দিতে চাই না। এখন উত্তর দিলে সারপ্রাইজ হবে না।
কী সারপ্রাইজ ? | সেটা আমি তােমাকে বলব না। মা শােন, বাবা এখন আমার জন্যে একটা ছবি আঁকছে।
ভালাে। হােক, ছবি আঁকাআঁকি হােক। শুভরাত্রি ইমন। শুভরাত্রি।
যদিও সন্ধ্যা -পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ
শওকত অতি দ্রুত ব্রাশ ঘসছে। অনভ্যাসে কি বিদ্যাস হয়েছে ? কজির ফ্লেক্সিবিলিটি কমেছে ? কজি সে–রকম ঘুরছে না। একজন পেইন্টারের জন্যে কালান্তক ব্যাধির নাম আর্থরাইটিস। আঙুল নড়বে না, কজি নড়বে না। সামান্য একটু নাড়ালেই তীব্র ব্যথায় ভুবন অন্ধকার হয়ে যাবে। তারপরেও তাঁকে আঁকতে হবে। একজন সঙ্গীত–সাধকের কালান্তক ব্যাধি বধিরতা। তিনি সঙ্গীত সৃষ্টি করবেন কিন্তু কিছু শুনতে পাবেন না। মােজার্টের জীবনে এই ব্যাপারটি ঘটেছিল । তারপরেও তিনি মহান সঙ্গীত তৈরি করেছেন। শওকতের এই সমস্যা নেই। আর্থরাইটিসে তার আঙুল অচল হয় নি, তারপরেও সব কেমন আটকে আটকে যাচ্ছে।
ইমন গভীর মনোেযােগে মােমের মুক্তা বানাচ্ছে। সবগুলি মুক্তা এক সাইজের হলে ভালাে হতাে। তা হচ্ছে না। একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। নিয়ম হচ্ছে, মােমের প্রতিটি ফোঁটা আলাদা আলাদা ফেলতে হবে। তা সে পারছে না। এক সঙ্গে দু‘টা–তিনটা ফোটা পড়ে যাচ্ছে। তার উচিত হাতে ধরে থাকা মােমবাতির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা। তা সে পারছে না। মাঝে–মাঝেই ঘাড় ফিরিয়ে সে তার বাবাকে দেখছে। বাবার চেহারা এখন একটু অন্যরকম হয়ে গেছে। মুখের চামড়া কঠিন। ভুরু কুঁচকানাে। চেহারায় কেমন যেন রাগী রাগী ভাব। ছবি আঁকার সময় কি মানুষের চেহারা রাগী রাগী হয়ে যায় ? ইমনের তা মনে হয় না। তাদের আর্টের টিচারের চেহারা কখনাে রাগী রাগী হয় না। বরং উল্টোটা হয়, চেহারা কোমল হয়ে যায়। তিনি আবার ছবি আঁকার সময় মাথা দুলিয়ে গানও করেন—
Can you hear the drums Farnando ? I remember another story nights like this
In the fire lights Farnando ! এই গানটা তাদের আর্ট টিচারের খুব পছন্দ। কারণ তাঁর নিজের নামও Farnando.
যদিও সন্ধ্যা -পর্ব-(১৯)-হুমায়ূন আহমেদ
শওকত ছেলের দিকে তাকিয়ে বলল, মুক্তা বানানাে কেমন হচ্ছে? ইমন বলল, ভালাে ।
পিংক কালারের মােম কিনে আনব, তাহলে পিংক পার্ল বানাতে পারবে। তােমার কি ক্ষিধে লেগেছে ?
ক্ষিধে লাগলে বলবে, আমরা ডিনার করে নেব।
আচ্ছা। বাবা শােন, তােমাকে আমি যদি একটি ছবি দেই, সেই ছবি দেখে তুমি কি মানুষটাকে আঁকতে পারবে?
পারার তাে কথা।।
তাহলে তুমি একটা ছবি এঁকে দিও। ছবিতে মানুষটা সােফায় শুয়ে বই পড়ছে। কিন্তু চশমটা তার চোখে না । কপালে। উনি বই পড়ার সময় চশমাটা তার কপালে তুলে দিয়ে বই পড়েন।
মানুষটা কে ? মিস্টার অ্যান্ডারসন।
উনি কি তােমাকে খুব পছন্দ করেন ? হঁ্যা। আমাকে ডাকেন লিটল কাউবয় । কাউবয় ডাকেন কেন ?
জানি না। বড়শি দিয়ে ট্রাউট মাছ ধরার ব্যাপারে তিনি অ্যাক্সপার্ট। একবার উনি একটা ট্রাউট মাছ ধরেছিলেন, সেটা আমার চেয়েও বড়।