যদিও সন্ধ্যা -পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

গায়ে হাত দিয়ে দেখ জুর কিনা ! তােমার সঙ্গে আমি যে আচরণ করি, তা মােটামুটি বেশ্যামেয়েদের মতােইবেশ্যামেয়ের গায়ে যেকোনাে সময় হাত দেয়া যায়

 শওকত বলল, তােমার জ্বরবেশ ভালাে জ্বরবাসায় যাওবাসায় গিয়ে শুয়ে থাক। 

আনিকা বলল, আমি টা পর্যন্ত ক্যাব ভাড়া করেছিটা পর্যন্ত ক্যাব নিয়ে ঘুরবএকা একা ঘুরব । 

একা একা

দোকা কোথায় পাব ? একা একাই ঘুরব। বাসায় আমি ঠিকমতাে নিঃশ্বাস নিতে পারি নামাঝে মাঝে বাইরে বের হই নিঃশ্বাস নেবার জন্যেএখন তুমি যদি কিছু মনে না কর, তােমাকে একটা অনুরােধ করব। 

করাে অনুরােধগাড়ি থেকে নেমে যাওআমি চাচ্ছি না তুমি আমার সঙ্গে থাকছটা পর্যন্ত তােমার সঙ্গে থাকতে আমার কোনাে সমস্যা নেইতুমি জানাে আমি এমন কোনাে ব্যস্ত মানুষ না। 

আনিকা বলল, তােমার সমস্যা না থাকলেও আমার আছেপ্লিজ নেমে যাও। 

শওকত গাড়ি থেকে নেমে গেলড্রাইভার বলল, আপা কোথায় যাব

আনিকা বলল, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আমাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করবেন নাআপনাকে তাে বলেছি সন্ধ্যা টা পর্যন্ত আমাকে নিয়ে ঘুরবেন। 

শহরের বাইরে যাব আপা? বাইরে মানে কোথায় ? গাজীপুর শালবনকিংবা বিশ্বরােড ধরে কুমিল্লার দিকে যেতে পারি। 

শহরের ভেতর ঘুরতে আপনার অসুবিধা কী

যদিও সন্ধ্যা -পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

কোনাে অসুবিধা নেইশহরের ভেতরে যানজটগাড়ি নিয়ে বসে থাকতে হয়। 

আপনার যেখানে ইচ্ছা যানছটার সময় বাসায় পৌছলেই হবেআমার বাসা কলাবাগানে। 

আনিকা চোখ বন্ধ করলতার শরীর হঠাৎ করেই বেশ খারাপ করছেবুকের ভেতর ধ্বক ধ্বক শব্দনিঃশ্বাসে কষ্ট নিঃশ্বাসের এই কষ্ট যখন হয়, তখন খুব পানির তৃষ্ণা হয় অথচ পানি খেতে গেলে বমির মতাে আসেআনিকার ধারণা তার বড় ধরনের কোনাে হার্টের অসুখ হয়েছেমেয়েদের জন্যে হার্টের অসুখ খুব খারাপহার্ট দুর্বল মেয়েরা বাচ্চা নিতে পারে না। আনিকার এক বান্ধবীর (শারমিন) হার্টের অসুখ ছিলডাক্তাররা তাকে বাচ্চা নিতে নিষেধ 

করে দিয়েছিলেনশারমিন এখন অস্ট্রেলিয়াতেসেখানে তার বাচ্চা হয়েছে কি 

কে জানে! হবার কথাঅস্ট্রেলিয়ায় বড় বড় ডাক্তার আছেতারা নিশ্চয়ই শারমিনের হার্ট ঠিক করে ফেলেছে। 

আনিকার খুব বাচ্চার শখশখটা বাড়াবাড়ি রকমের বলেই তার ধারণা এই শখ কোনােদিন মিটবে নাএই পর্যন্ত তার একটি শখও মিটে নিবড় বড় শখ তাে অনেক পরের ব্যাপার, ছােটখাটো শখও মিটে নিস্কুল থেকে একবার ঠিক করা হলাে সবাই মিলে ময়নামতিতে যাবেবেশি দূর তাে না । ঢাকা থেকে দুঘণ্টা মাত্র লাগেসে সত্তর টাকা চাঁদাও দিয়েছিলযেদিন যাবার কথা, তার আগের রাতে উত্তেজনায় সে ঘুমাতে পর্যন্ত পারে নিসারারাত ধরে উল্টাপাল্টা স্বপ্ন

যদিও সন্ধ্যা -পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

যেমন সে কাপড় খুঁজে পাচ্ছে নাসকাল নটার মধ্যে স্কুলে উপস্থিত হবার কথানটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকিযখন অতি সাধারণ একটা জামা পরে বের হলাে, তখন ঘড়িতে দশটা বেজে গেছেসে স্কুলে যাবার জন্যে কোনাে রিকশা পাচ্ছে নাকারণ সেদিনই রিকশা হরতাল দেয়া হয়েছেগাড়ি ঠিকই চলছে, শুধু রিকশা নেই। 

ময়নামতি যাওয়া শেষপর্যন্ত হয় নি আনিকার বাবা সকালে খবরের কাগজ পড়তে পড়তে হুঙ্কার দিলেন কিসের শিক্ষা সফর! এইসব ফাজলামি আমি জানিশিক্ষা সফরের নামে যেটা হয়, তাকে বলে কুশিক্ষা সফরকোথাও যেতে হবে নাঘরে বসে টিভি দেখ। 

সামান্য ময়নামতি যাবার শখ যেখানে মেটে না, সেখানে নিজের বাচ্চা কোলে নিয়ে আদর করার শখও তার মিটবে নাঅথচ সে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছেডাক নামভালাে নাম রাখবে ছেলের বাবাডাক নাম হচ্ছেছেলে হলে মেয়ে হলে কেউ যখন ছেলেকে জিজ্ঞেস করবে, বাবা, তােমার নাম কী ? ছেলে গাল ফুলিয়ে বলবে, আমার নাম

তােমার নাম ? শুধু ? হ্যাএই নাম কে রেখেছে ? আমার মা রেখেছেনতােমার কি আরাে ভাইবােন আছে ? আমরা তিন ভাইবােনআমার আরাে দুটা বােন আছেওদের নাম কী ? একজনের নাম , আরেকজনের নাম । 

আনিকা ঠিক করে রেখেছে তার তিনটা ছেলেমেয়ে হবেতিন খুবই লাকি নাম্বারছেলেমেয়েরা তিনজন আর তারা দুজনসব মিলিয়ে পাঁচজনপাঁচও লাকি নাম্বার । 

যদিও সন্ধ্যা -পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

আচমকা ব্রেক কষে গাড়ি থামলআনিকা চোখ বন্ধ করে শুয়েছিলসে চোখ মেলেফাকা অচেনা রাস্তামনে হচ্ছে শহর থেকে তারা অনেকদূরে চলে এসেছে। 

আনিকা বলল, আমরা কোথায় ? ড্রাইভার বলল, আশুলিয়ায়আনিকা বলল, সেটা আবার কোন জায়গা

উত্তরার কাছেভালাে ভালাে চটপটির দোকান আছেআপা, চটপটি খাবেন

আনিকা বিরক্ত গলায় বলল, নাচটপটি খাব নাআমি চটপটি খাওয়া টাইপ মেয়ে না। 

ড্রাইভার বলল, আপা, আপনারে একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। 

আনিকা জবাব দিল নাচোখ বন্ধ করে ফেললতার ধারণা জ্বর আরাে বেড়েছেতার উচিত বাসায় ফিরে সিটামল টাইপ কোনাে ওষুধ খেয়ে শুয়ে পড়াজ্বর কমাতে হবেকাল সকাল নটা থেকে অফিসঅফিস কামাই দেয়া যাবে নাক্যাজুয়েল লিভ পাওনা নেইসেকশান অফিসার সিদ্দিক সাহেব তাকে ভালাে চোখে দেখেন নাসারাক্ষণ চেষ্টা কীভাবে ভুল ধরবেনকয়েক দিন আগে জ্যামে পড়ে অফিসে যেতে এক ঘণ্টা দেরি হয়েছে, সিদ্দিক সাহেব বলেছেন, আরে ম্যাডাম, আজ যে এত সকালে! লাঞ্চ করে এসেছেন তাই না ? ভেরি গুডনেক্সটটাইম শুধু লাঞ্চ করে আসবেন না, লাঞ্চের শেষে ঘুম দিয়ে আসবেনদুপুরের ঘুম স্বাস্থ্যের জন্যে ভালাে। 

ড্রাইভার বলল, আপা, আপনাদের বিয়েটা হয় নাই ? আনিকা বিরক্ত গলায় বলল, না। 

ড্রাইভার বলল, পুরুষজাতের কোনাে বিশ্বাস নাইপুরুষজাত বিরাট হারামিআমিও হারামি আমার জীবনেও এইরকম ঘটনা আছে। 

আনিকা বলল, আপনার জীবনের ঘটনা শুনতে চাচ্ছি না। আপনি গাড়ি চালানগাড়ি চালানাের সময় এত কথা বলেন কেন

আপা, গান দিব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *