যদিও সন্ধ্যা -পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

রেবেকা ছেলের দিকে তাকিয়ে আছেনইমন বসে আছে মেঝেতেতার হাতে কাঁচিসামনে কিছু লাল-নীল কাগজ, আইকা গামকাগজ কাটার চেষ্টা করছে কিন্তু কাচি ঠিকমতাে ধরতে পারছে না

অনেক বয়স্ক মানুষই কাঁচি ঠিকমতাে ধরতে পারেন নাবছর বয়েসী একটা ছেলের পারার কথা নারেবেকা একবার ভাবলেনছেলেকে ডাক দিয়ে কাছে বসিয়ে কচি ধরা শিখিয়ে দেবেনতারপর মনে হলাে প্রয়ােজন নেই শিখুক নিজে নিজেভুল করে করে শিখবেThrough mistakes we learn. এটাও অনেকে পারে নাঅনেকে সারাজীবন ভুলই করে যায়কিছু শিখতে পারে না। 

রেবেকা ছেলের দিকে তাকিয়ে বললেন, Hello! ছেলে মায়ের দিকে তাকিয়ে হাসলতারপর কাগজ কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লইমন কথা খুব কম বলেসে চেষ্টা করে প্রশ্নের জবাব ইশারায় দিতেযে সব প্রশ্নের জবাব ইশারায় দেয়া যাবে নাসেইসব প্রশ্নের জবাব সে দেয়, তবে অনাগ্রহের সঙ্গে দেয়। 

কী বানাচ্ছ ইমন ? চাইনিজ লণ্ঠনচাইনিজ লণ্ঠন ব্যাপারটা কী ? মা, তােমাকে পরে বলি ? না এখন বলাে। 

চাইনিজ লণ্ঠন হলাে এক ধরনের লণ্ঠনলালনীল কাগজ দিয়ে বানাতে হয়ভেতরে মােমবাতি থাকেচিমনির মতাে লালনীল কাগজ থাকে বলে রঙিন আলাে হয়

যদিও সন্ধ্যা -পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ 

রেবেকা খুশি হয়ে লক্ষ করলেন, ছেলে এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলেছেঅনাগ্রহের সঙ্গে যে বলেছে তা না, আগ্রহের সঙ্গেই বলেছেএটা খুবই ভালাে লক্ষণস্কুলে ইমনকে ডিসটার্বড চাইল্ড হিসেবে চিহ্নিত করা হয়েছেস্কুল থেকে ঠিক করা এক সাইকিয়াট্রিস্ট ইমনকে দেখছেনতিনি বারবার বলেছেন, কথা নাবলা রােগ থেকে ইমনাকে বের করে আনতে হবেতার সঙ্গে প্রচুর কথা বলতে হবে কৌশলে তাকে দিয়ে কথা বলাতে হবেতবে কখনােইবুঝতে দেয়া হবে না যে তাকে দিয়ে কথা বলানাের চেষ্টা করা হচ্ছেএতে তার ডিফেন্স মেকানিজম আরাে কঠিন হয়ে যাবে। 

ইমনকে যে বাংলাদেশে আনা হয়েছে তা সাইকিয়াট্রিস্টের পরামর্শেই আনা হয়েছেসাইকিয়াট্রিস্ট বলেছেন সব শিশুই একজন ফাদার ফিগারের অনুসন্ধান করেমাকাছে সে চায় আশ্রয়বাবার কাছে নেতত্ব নির্দেশনাএক সময়আমাদের আদি পূর্বপুরুষরা ছােট ছােট দলে ভাগ হয়ে বনেজঙ্গলে অসহায় জীবনযাপন করতনেতৃত্বের ব্যাপারটা তখনি গুরুত্বপূর্ণ হয়ে গেছেএকজন ভালাে নেতার দলে থাকলেই সারভাইভেলের সম্ভাবনা বেড়ে যাবেঅতি প্রাচীন এই ধ্যানধারণা জিনের মাধ্যমে বর্তমান মানুষদের মধ্যেও চলে এসেছেএখনাে মানুষ খোজে নেতা। 

সাইকিয়াট্রিস্ট ভদ্রলােক হাসিমুখে খুব গুছিয়ে কথা বলেনতার প্রতিটি কথাই বিশ্বাসযােগ্য মনে হয়। 

ম্যাডাম, আপনি আপনার পুত্রকে কিছুদিনের জন্যে হলেও তার বাবার কাছে ফেলে রাখুনতার ফাদারফিগার অনুসন্ধান তৃপ্ত হােক। 

যদিও সন্ধ্যা -পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

কিছুদিন ফেলে রাখলেই হবে ? | কিছুটা তাে হবেইতার বাবা যদি বুদ্ধিমান হন, তাহলে ছেলের সমস্যা ঠিক করে ফেলতে পারবেনতার বাবা কি বুদ্ধিমান

তঁা, বুদ্ধিমানতার অনেক কিছুর অভাব আছে, বুদ্ধির অভাব নেই। 

সাইকিয়াট্রিস্ট বললেন, সেই ভদ্রলােকের কী কী অভাব আছে, একটু বলুন তােনােট করি। 

তার প্রয়ােজন আছে কি

হ্যা প্রয়ােজন আছে। 

সে সবসময় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেআশেপাশের কাউকেই গুরুত্বপূর্ণ ভাবে নাসে মনে করে সে নিজে যা ভাবছে, তাঠিক। 

সাইকিয়াট্রিস্ট হেসে বললেন, সব মানুষই কিন্তু এরকম কেউ একটু বেশি কেউ কমএখন বলুন, এই ভদ্রলােককে কি আপনি ভালােবেসে বিয়ে করেছিলেন

হ্যাতার কোন গুণটি দেখে তাকে ভালােবেসেছিলেন

রেবেকা ভুরু কুঁচকে বসে রইলেনপ্রশ্নটার জবাব দিতে তার ইচ্ছা করছিলসাইকিয়াট্রিস্ট বললেন, আমার সঙ্গে কিছুক্ষণ সহজভাবে কথা বলুনআপনিও যদি আপনার ছেলের মতাে চুপ করে থাকেন, তাহলে কীভাবে হবে! প্লিজ স্পিক আউটতাকে কেন বিয়ে করলেন সেটা বলুন। 

যদিও সন্ধ্যা -পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

আর্ট কলেজে একবার ফোর্থ ইয়ারের ছেলেদের এক্সিবিশন হচ্ছেআমি কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ছবি দেখতে গেছিএকটা ওয়েল পেইন্টিংএর সামনে দাঁড়িয়ে আমি হতভম্বছবিটা জঙ্গলের ছবি গভীর জঙ্গলে একটি তরুণী মেয়ে এলােমেলাে হয়ে শুয়ে আছেগাছের পাতার ফাক দিয়ে আলাে এসে পড়েছে মেয়েটির মুখেখুবই সুন্দর ছবিচোখ ফেরানাে যায় না এমন ছবি কিন্তু আমি হতভম্ব সম্পূর্ণ ভিন্ন কারণেবনের ভেতর যে মেয়েটা শুয়ে আছে সে আমিআমার চোখ, আমার মুখ আমার মাথার চুল লালচে ধরনেরমেয়েটির মাথার চুলও সেরকমআমি কিছু বলার আগেই আমার বান্ধবীরা চেঁচিয়ে বলল, কী এটা তাে তাের ছবি

আমি আর্টিস্টকে খুঁজে বের করলামতার চেহারা সুন্দর কথাবার্তা সুন্দরস্বপ্ন স্বপ্ন চোখকোনাে একটা মজার কথা বলার আগে মানুষের মুখে যেরকম এক্সপ্রেশন হয়, তার মুখের এক্সপ্রেশন সেরকমযেন এক্ষুণি সে মজার কোনাে কথা বলবেআমি তাকে গিয়ে বললাম, আপনার ছবির এই মেয়েটি কি আমি ? সে অবাক হয়ে বলল, আপনি হবেন কেন? আমি আপনাকে চিনি না। আপনি আমার ছবির জন্য মডেলও হন নি ।। 

আপনি বলতে চান পুরো ছবিটা আপনি মন থেকে এঁকেছেন

আমি মন থেকে আঁকি নি মধুপুর শালবনে রঙতুলি নিয়ে গিয়েছিছবিটার কাঠামাে সেখানে করা। 

মেয়েটির ছবি মন থেকে এঁকেছেন ? জি। 

যদিও সন্ধ্যা -পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

আপনি আপনার নিজের ছবির দিকে তাকান এবং আমার দিকে তাকান, তারপর বলুন ছবিটির মেয়ে এবং আমি দুজন কি একই ব্যক্তি

অস্বাভাবিক মিল তাে আছেইমিল কেন হলাে

ছেলেটা তখন হেসে বলল, হয়তােবা কোনাে না কোনােভাবে আপনি আমার কল্পনায় ছিলেন আপনার সঙ্গে কল্পনার জগতে আমার পরিচয় আছে মিল দেখে আপনি রেগে যাচ্ছেন কেন ? আপনার তাে উচিত খুশি হওয়া। 

আমি রেগে গিয়ে বললাম, আমি কেন খুশি হবাে? এই ছবিটা কেউ একজন কিনে নিয়ে তার ড্রয়িংরুমে সাজিয়ে রাখবেআমি একজন মানুষের ড্রয়িংরুমে শুয়ে থাকব, যাকে আমি চিনি না। 

অন্যের ড্রয়িংরুমে আপনি শুয়ে থাকবেন কেন ? আপনি ছবিটা কিনে নিয়ে যানআপনার শােবার ঘরে টানিয়ে রাখুনআপনি শুয়ে থাকবেন আপনার শােবার ঘরে। 

ছবিটার দাম কত

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *