যৌথভাবে ওয়ানডে বোলিংয়ের শীর্ষে উঠে গেছেন লেগস্পিনার রশিদ খান।

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা বিরাট কোহলিকে তুলে দিল আরও ঊর্ধ্বগগনে। প্রোটিয়াদের মাটিতে প্রথমবারের মত দলকে সিরিজ জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। সুফলও পেলেন হাতেনাতেই। রেকর্ড গড়েই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ের শীর্ষস্থানটা আবারও দখলে নিয়েছেন কোহলি।

কোহলির উড়ন্ত সময়ে প্রথম আফগান হিসেবে ইতিহাস গড়ে যৌথভাবে ওয়ানডে বোলিংয়ের শীর্ষে উঠে গেছেন লেগস্পিনার রশিদ খান।

কোহলির ব্যাটিং ঝলকে সাউথ আফ্রিকার বিপক্ষে ৫-১এ সিরিজ জিতে নেয় ভারত। তিন শতকে ৬ ম্যাচে ৫৫৮ রান করেন ভারত কাপ্তান। তাতে ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডেতে ৯০০ রেটিং পয়েন্ট অর্জন করলেন কোহলি। প্রথমবারের মত এই কীর্তি গড়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে কোহলি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকেও। ১৯৯৮ সালে ৮৮৭ পয়েন্টে ওয়ানডের সেরা হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ৯০৯ রেটিং নিয়ে এখন ওয়ানডের সর্বকালের সেরা সাতে অবস্থান কোহলির। ২ পয়েন্টে তার উপরে আছেন ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারা। ৯৩৫ পয়েন্টে সবার উপরে আরেক ক্যারিবিয়ান স্যার ভিভিয়ান রিচার্ডস।

শীর্ষে উঠে গেছেন লেগস্পিনার রশিদ খান

ওয়ানডে ক্রিকেটের বোলিংয়ে যৌথভাবে শীর্ষে উঠেছেন আরেক ভারতীয় জসপ্রীত বুমরাহ ও আফগান রশিদ খান। দুজনের রেটিং সমান ৭৮৭। প্রোটিয়াদের বিপক্ষে কিপ্টে বোলিংয়ের পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন বুমরাহ। আর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৬ উইকেট নিয়ে আফগানিস্তানকে ৪-১এ জেতান রশিদ। দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন কোন ক্রিকেটার।

কেবল বোলিংয়ে থেমে নেই রশিদ চমক। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে করা ৫১ রান তাকে তুলে দিয়েছে অলরাউন্ডারদের সেরা পাঁচেও। ৩১০ রেটিংয়ে চারে অবস্থান রশিদের। ৩৫৯ রেটিং নিয়ে শীর্ষেই আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩৯ রেটিংয়ে তার পরে পাকিস্তানি মোহাম্মদ হাফিজ। ৩৩২ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আরেক আফগান মোহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে হারায় খুব একটা ভাল খবর নেই বাংলাদেশের জন্য। ৬৬৭ পয়েন্টে টি-টুয়েন্টির সেরা বোলারদের আটে অবস্থান টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। আর চোটের জন্য না খেলেও দশে অবস্থান সাকিব আল হাসানের। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার যথারীতি এ টাইগার অলরাউন্ডারই।

লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে একটি ম্যাচ খেলেছেন। ভাল করতে পারেননি। কিন্তু সেরা ব্যাটসম্যানদের ১৮ নম্বরে আছেন সাব্বির রহমান। আর প্রথম টি-টুয়েন্টিতে ফিফটি হাঁকিয়ে ২৫-এ আছেন সৌম্য সরকার। ২৯ নম্বরে আছেন সাকিব আল হাসান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *