রামনারায়ণ তর্করত্ন এর জীবনী ও সাহিত্যকর্ম

রামনারায়ণ তর্করত্ন ছিলেন বাঙালি নাট্যকার। বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবেই তর্করত্ন ‍মুখ্য পরিচয়। বাংলা ভাষায় তিনি প্রথম বিধিবদ্ধ নাটক রচনা করেন। তাঁর পিতা সেকালের একজন নামকরা পন্ডিত ছিলেন। তাঁর দাদা প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন।রামনারায়ণ তর্করত্ন এর জীবনী

তিনি নিজেও কলেজে পন্ডিত এবং অধ্যাপক হিসেবে কাজ করেন। কলেজ থেকে অবসর গ্রহণ করে তিনি নিজগ্রাম হরিনাভিতে চতুষ্পাঠী খুলে অধ্যাপনার দ্বারা বাকি জীবন অতিবাহিত করেন।

  • বিশিষ্ট এই নাট্যকারের জন্ম – ২৬ ডিসেম্বর, ১৮২২ সালে।
  • তিনি জন্মগ্রহণ করেন – পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হরিনাভি গ্রামে।
  • তাঁর পিতার নাম – রামধন শিরোমনি।
  • বিশিষ্ট এই নাট্যকারের শিক্ষাজীবন – তিনি গ্রামের চতুষ্পাঠীতে বাল্যশিক্ষা শেষ করে কলকাতার সংস্কৃত কলেজও দশ বছর (১৮৪৩-৫৩) ব্যাকরণ, কাব্য, স্মৃতি ও ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। 
  • তিনি প্রথমে পন্ডিত হিসেবে কাজ করেন – হিন্দু মেট্রোপলিটন কলেজে। 
  • তিনি অধ্যাপক হিসেবে কাজ করেন – সংস্কৃত কলেজে।
  •  সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন – প্রায় ২৭ বছর।
  • তিনি অবসর গ্রহণ করেন – ১৮৮২ সালে।
  • বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি পরিচিত ছিলেন – ‘নাটুকে রামনারায়ণ’ নামে।
  • বাংলার প্রথম মৌলিক নাট্যকার –রামনারায়ণ তর্করত্ন।

রামনারায়ণ তর্করত্ন এর জীবনী ও সাহিত্যকর্ম

  • হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন – রামনারায়ণ তর্করত্ন।
  • ’কুলীনকুলসর্বস্ব’ কোন জাতীয় রচনা – সামাজিক নাটক।
  • ’কুলীনকুলসর্বস্ব’ নাটকটি রচনা করেছেন – রামনারায়ণ তর্করত্ন।
  • ১৮৫৪ সালে-’কুলীনকুলসর্বস্ব’ নাটকটি প্রকাশিত হয় ।
  • তাঁর প্রথম ও শ্রেষ্ঠ নাটক – ’কুলীনকুলসর্বস্ব’।
  • নাট্যকার হিসেবে তাঁর প্রভূত খ্যাতিলাভের প্রশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক – ‘কুলীনকুলসর্বস্ব’।
  • হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার কুফল সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরা হয় – ‘কুলীনকুলসর্বস্ব’ নাটকে।
  • রোমান্টিক কাহিনী অবলম্বনে রচিত নাটক – ‘স্বপ্নধন’।
  • তাঁর রচিত ‘স্বপ্নধন’ নাটকটি প্রকাশিত হয় – ১৮৭৩ সালে।
  • ’পতিব্রতোপাখ্যান’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ।
  • তাঁর রচিত ‘পতিব্রতোপাখ্যান’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৫৩ সালে।
  • ’যেমন কর্ম তেমন ফল’ কোন জাতীয় রচনা – প্রহসন।
  • ’যেমন কর্ম তেনন ফল’ প্রহসনটির রচনা করেন – রামনারায়ণ তর্করত্ন।
  • ১৮৬৩ সালে-’যেমন কর্ম তেমন ফল’ প্রহসনটি প্রকাশিত হয়  ।
  • তাঁর প্রহসনগুলোর বিষয়বস্তু – সামাজিক সমস্যা।
  • তাঁর প্রহসনগুলোর মধ্যে রয়েছে – ‘উভয় সংকট’ (১৮৬৯), ‘চক্ষুদান’ (১৮৬৯) প্রভৃতি।
  • ’রত্নাবলী’ কোন জাতীয় রচনা – নাটক।
  • তাঁর রচিত ’রত্নাবলী’ নাটকটি প্রকাশিত হয় – ১৮৫৮ সালে।
  • কোন নাটকের সঙ্গে সংশিষ্ট হওয়াতেই মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন – ‘রত্নাবলী’।
  • সংস্কৃত থেকে অনূদিত তাঁর নাটকের সংখ্যা – ৪টি।

রামনারায়ণ তর্করত্ন এর জীবনী ও সাহিত্যকর্ম

  • সংস্কৃত থেকে অনূদিত তাঁর নাটকগুলো হলো – ‘বেণীসংহার’ (১৮৬৫), ‘রত্নাবলী’ (১৮৫৮), ‘অভিজ্ঞান শকুন্ডলা’ (১৮৬০) এবং ‘মালতীমাধব’ (১৮৬৭) প্রভৃতি।
  • পৌরাণিক কাহিনী অবলম্বনে তাঁর রচতি নাটকের মধ্যে রয়েছে – ‘রুক্ষ্মিণীহরণ’ (১৮৭১), ‘কংসবধ’ (১৮৭৫) ও ‘ধর্মবিজয়’ (১৮৭৫) প্রভৃতি।
  • ’সম্বন্ধসমাধি’ কোন জাতীয় রচনা – নাটক।
  • ’সম্বন্ধসমাধি’ নাটকটির রচয়িতা – রামনারায়ণ তর্করত্ন।
  • তাঁর রচিত ’সম্বন্ধসমাধি’ নাটকটি প্রকাশিত হয় – ১৮৬৭ সালে।
  • বাল্যবিবাহ প্রথার দোষ দেখিয়ে রচিত নাটক – ‘সম্বন্ধসমাধি’।
  • ’নবনাটক’ কোন জাতীয় রচনা – নাটক।
  • তাঁর রচিত ’নবনাটক’ প্রকাশিত হয় – ১৮৬৬ সালে।
  • সমকালীন সামাজিক দুর্নীতির প্রতি কটাক্ষপাত করে যে সমস্ত নাটক সে সময়ে রচিত হয়েছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ – ‘নবনাটক’।
  • তাঁর অধিকাংশ নাটক ও প্রহসন অভিনীত হয় – বেলগাছিয়া রঙ্গমঞ্চ, ’কলকাতার অভিজাত ধনিকশ্রেণীর নিজস্ব মঞ্চ এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নাট্যশালায়।
  • জোড়াসাকোর ঠাকুর নাট্যশালায় বহুবার অভিনীত হয় – ‘নবনাটক’।
  • তাঁর সমস্ত নাটকের মধ্যে পূর্ণ নাট্যমর্যদা দেওয়া হয় – ‘নবনাটক’।
  • দি বেঙ্গল ফিলহার্মোনিক আকাদেমি কর্তৃক তাঁকে প্রদান করে – ‘কাব্যেপাধ্যায়’ উপাধি।
  • তাঁর ডাক নাম – ‘নাটকে রামনারায়ণ’।
  • বিশিষ্ট এই নাট্যকার মৃত্যুবরণ করেন – ১৯ জানুয়ারি, ১৮৮৬ সালে স্বগ্রামে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *