রোনালদোর গোলে স্কোর শিটে নাম লেখায় রিয়াল। 

অবশেষে ছন্দে ফিরলেন বিবিসি ত্রয়ী। রিয়াল পেল বড় জয়। জালের দেখা পেলেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা করিম বেনজেমা ও গ্যারেথ বেলও। বিবিসি‘র গোলে শনিবার সান্তিয়াগো বার্নাবুতে লা লিগায় ৪-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।

পুরো ম্যাচে জুড়েই ছিলো রিয়ালের দাপট। ম্যাচের ৬৪ শতাংশ বল থাকে রিয়ালের পায়। অনেক গুলো সুযোগ মিস করে প্রথমার্ধ শেষে অল্প আগে রোনালদোর গোলে স্কোর শিটে নাম লেখায় রিয়াল।

চলতি মৌসুমে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল রিয়াল।ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রস প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে বেনজেমার পায়ে এসে পড়ে। ঠাণ্ডা মাথায় ব্যাকহিলে রোনালদোকে বল বাড়ান এই ফরোয়ার্ড। আর সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

বল লক্ষ্যে পাঠিয়ে বেনজেমার দিকে ইঙ্গিত করে রোনালদো দর্শকদের বোঝান, গোলটিতে কী দারুণ অবদান ছিল মৌসুমে প্রায়ই দুয়ো শোনা ফরাসি এই স্ট্রাইকারের।

দ্বিতীয়ার্ধের মাঠে নেমেই আরো বেশি আক্রমণাত্মক রিয়াল।এবারও গোল বানানোর কারিগর বেনজামা। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বেনজেমা বল ধরে অনেকটা এগিয়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢোকা বেলকে পাস দেন। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

ম্যাচের ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করলেন রিয়ালের সেরা তারকা। লুকাস ভাসকেস বল বাড়ান ডি-বক্সে। প্রায় ১২ গজ দূর থেকে ডান পায়ের নিচু শটে লিগে নিজের ১৪তম গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ চার ম্যাচ খেলে আট গোল করলেন রোনালদো। রিয়াল সোসিয়েদাদের জালে হ্যাটট্রিক করার পর রিয়াল বেতিসের বিপক্ষে করেছিলেন এক গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

৮৯তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ থাকা সত্ত্বেও নিজে পেনাল্টি না নিয়ে সতীর্থ বেনজামাকে দিয়ে গোল করান রোনালদো।
এই ২৫ ম্যাচে ১৫ জয় ও ছয় ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ৬৫ পয়েণ্ট নিয়ে শীর্ষে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *