আগের ম্যাচে মিশরের বিপক্ষে রোনালদো ম্যাজিকে জয় পায় পর্তুগাল।ছন্দে থাকা পর্তুগাল হঠাৎ খেই হারিয়ে ফেললেন। সোমবার রোনালদো ম্যাজিক দেখাতে পারেনি তাই পর্তুগিজরা জিততে পাারেনি।
সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়া নেদারল্যান্ডস। কোচ রোনাল্ড কুমানের অধীনে ডাচদের এটা প্রথম জয়। শেষ দিকে এক জন কম নিয়ে খেলা পর্তুগালকে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে জয় পাওয়া পর্তুগাল। একাদশ মিনিটে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান লিওঁর মিডফিল্ডার মেমফিস ডিপাই। ৩২তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড রায়ান বাবেল।
আর প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক হাফভলিতে ব্যবধান আরও বাড়ালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।
৬১তম মিনিটে ইন্টার মিলানের ডিফেন্ডার জোয়াও কানসেলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় পর্তুগালের।
৬৮তম মিনিটে রোনালদোকে তুলে প্লেমেকার জোয়াও মৌতিনিয়োকে নামান কোচ। বাকি সময়ে ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ফের্নান্দো সান্তোসের দল।২০০১ সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে দুই গোল করে নেদারল্যান্ড।