শেষ আশাটুকুও শেষ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার প্রথম রাউন্ড থেকে বাদ পড়তে যাচ্ছে। গতকাল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের ফলে এবারের আসর থেকে একপ্রকার বাদই হয়ে গেল মুস্তাফিজুর রহমানের দলটি। এখন পর্যন্ত আট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জয় ২ টিকে। প্লে-অফ নিশ্চিত করতে হলে বাকি ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয়লাভ করতে হবে তাদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সুতরাং, জিততে হলে মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে ১৬৮ রান। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে নেই ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে ৩১ বল খেলে ৪৫ রান করেন মনন ভোহরা। ২৫ বল খেলে ৩৭ রান করেন ব্রেন্ডন ম্যাককলাম। ২৬ বল খেলে ৩২ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ১০ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন কলিন ডি গ্র্যান্ডহোম। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে হার্দিক পান্ডিয়া ৩টি, মায়াঙ্ক মারকান্দে ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি ও মিচেল ম্যাকক্লেনাঘান ১টি করে উইকেট নেন।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। ৪৭ রানের মধ্যে প্রথম সারির চার ব্যাটসম্যানকে আউট হলে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর জেপি ডুমিনি এবং হার্দিক পান্ডিয়া কিছুটা লড়াই করলেও জেপি ডুমিনি রান আউট হলে হাল ধরেন কুনাল পাণ্ডিয়া।
তবে এই দুই ভাইও ম্যাচ জিতাতে পারেনি। গতকাল হার্দিক পান্ডিয়া ৪২ বলে ৫০ এবং কুনাল পাণ্ডিয়া ১৯ বলে ২৩ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। উমেশ যাদব, টিম সাউদি এবং মোহাম্মদ সিরাজ দুটি করে উইকেট লাভ করেন।
এই হারের ফলে ৮ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকালকের ম্যাচ জয়ের ফলে আইপিএলে প্লে-অফ টিকে রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর অন্যদিকে আরেক ম্যাচ হারলেই আইপিএল থেকে ছিটকে পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স।