শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী ও সাহিত্যকর্ম

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁল পিতার নাম মতিলাল চট্টোপাধায় । শরৎচন্দ্র চট্টোপাধ্যয় কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন ভাগলপুরে মাতুলালয়ে । বাংলা ছাড়াও বিভিন্ন ভারতীয় এবং বিদেশি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে ।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন – ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, ১৩ ভাদ্র ১২৮৩ ।
  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন – হুগলির দেবানন্দপুর গ্রামে ।
  • শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম – ‘মন্দির’ ।
  • তিনি ‘মন্দির’ গল্পের জন্য কোন পুরস্কার লাভ করেন – ’কুন্তলীন’ প্ররস্কার (১৯০৩) ।
  • ’ভারতী’ পত্রিকায় কোন উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্য খ্যাতি ছড়িয়ে পড়ে – ‘বড়দিদি’ ।
  • কোন উপন্যাসটি লেখকের আত্মজৈবনিক বলা হয় – ‘শ্রীকান্ত’ ।
  • ’বিলাসী’ গল্পটি প্রথম কোন প্রত্রিকায় প্রকাশিত হয় – ভারতী পত্রিকায় (বৈশাখ ১৩২৫) ।
  • ’বিলাসী’ গল্পে ন্যাড়া চরিত্রের মধ্যে কার ছায়াপাত ঘটেছে – শরৎচন্দ্রের নিজের ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় – ’পথের দাবী’ ।
  • ’সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম।’ বাক্যটি কোন লেখকের – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।’-উক্তিটি কোন গল্প থেকে নেয়া হয়েছে – ‘বিলাসী’ ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি – ‘বড়দিদি’ ।
  • ’হোক কাজ, তুমি বসো’-উক্তিটি কোন রচনার – ‘বিলাসী’ ।
  • ’যাক, তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না।’- কার দুঃখের কাহিনী – বিলাসীর ।
  • ’তাহাতে আর সন্দেহ কি! অন্নপাপ। বাপরে।’-উক্তিটি কোন রচনার – ’বিলাসী’ ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় – হুগলির দেবানন্দপুর গ্রামে ।
  • কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ কারেন – ১৯২৩ সালে ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী ও সাহিত্যকর্ম

  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী – অনিলা দেবী ।
  • বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’ এর রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে তাঁর কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ রচনা করেন – ২৫ বছর ।
  • ’চরিত্রহীন’ উপন্যাসটির রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’পথের দাবী’ উপন্যাসের রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন – ঔপন্যাসিক ।
  • ’শ্রীকান্ত’ একটি – উপন্যাস ।
  • ’শ্রেকান্ত’ উপন্যাসের রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ কোন শ্রেণির উপন্যাস – আত্মজৈবনিক ।
  • অমর কথাশিল্পী নামে পরিচিত – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • সাহিত্যে বিশেষ অবদানের জন্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সন্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হয় – ঢাকা বিশ্ববিদ্যালয় ।
  • কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি. লিট ডিগ্রী প্রদান করা হয় – ১৯৩৬ খ্রিস্টাব্দে ।
  • শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি – ’বড়দিদি’ ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি – ’শ্রীকান্ত’ ।
  • ’শ্রীকান্ত’ উপন্যাসটি কয় খন্ডে রচিত – ৪ ।
  • ’শ্রীকান্ত’ বইটির লেখক কে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’বিরাজ বৌ’ একটি – উপন্যাস ।
  • ’বিরাজ বৌ’ উপন্যাসের রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’শ্রীকান্ত’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র – রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অভয়া, কমললতা, সুনন্দ, অন্নদা দিদি, পুটু গহর, ঠাকুর্দা, যদুনাথ কুশবী ।
  • শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস – ‘শ্রীকান্ত’ ।
  • ’শেষ প্রশ্ন’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • ’শেষ প্রশ্ন’ উপন্যাস কে লিখেছিলেন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী ও সাহিত্যকর্ম

  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম – ‘মন্দির’ ।
  • ’পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি – উপন্যাস ।
  • ’গৃহদাহ’ একটি – উপন্যাস ।
  • গৃহদাহ’ ‍উপন্যাসের লেখক হলেন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’১৯২০ -গৃহদাহ’ উপন্যাসের রচনাকাল ।
  • ’পল্লীসমাজ’ উপন্যাসের রচয়িতা কে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’গৃহদাহ’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো – মহিম, অচলা, সুরেশ, মৃণাল ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে – ‘গৃহদাহ’ ।
  • ’বৈকুন্ঠের উইল’ কার রচনা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা – নাটক ।
  • ’বিন্দুর ছেলে’ গল্পটির রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • শরৎচন্দ্রের কোন গল্পটি নিয়ে চলচ্চিত্র তৈরি হয় – ‘মেজদিদি’ ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবচেয়ে সার্থক ছোটগল্প – ’মহেশ’ ।
  • ’বিলাসী’ গল্পের প্রধান চরিত্র কি কি – ন্যাড়া, বিলাসী, মৃত্যুঞ্জয় ।
  • গফুর, আমেনা, তর্করত্ন শরৎচন্দ্রের কোন ছোটগল্পের চরিত্র – ‘মহেশ’ ।
  • ’পথের দাবী’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র – সব্যসচী ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষের পরিচয়’ রচনাটি – উপন্যাস ।
  • ’দেনা-পাওনা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র – ষোড়শী, নির্মল, জীবনান্দ ।
  • ’পরিনীতা’ উপন্যাসের রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ললিতা, শেখর কোন উপন্যাসের চরিত্র – ’পরিণীতা’ ।
  • ’শুভদা’ উপন্যাসের রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’বিপ্রদাস’ শরৎচন্দ্রের একটি – উপন্যাস ।
  • ’বিন্দুর ছেলে’ ছোট গল্পের উল্লেখযোগ্য চরিত্র – যাদব, মাধব, অন্নপূর্ণা, বিন্দুবাসিনী ।
  • ’অভাগীর স্বর্গ’ ছোট গল্পটির রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’মামলার ফল’ একটি – ছোট গল্প ।
  • ’মামলার ফল’ ছোট গল্পটি রচনা করেন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ’ছবি’ শরৎচন্দ্রের একটি – ছোটগল্প ।
  • শিবু, শম্ভু, গয়ারাম কোন ছোট গল্পের চরিত্র – ’মামলার ফল’ ।
  • শরৎচন্দ্রের ’বিলাসী’ ছোট গল্পটি প্রকাশিত হয় – ১৯২০ সালে ।
  • ’রামের সুমতি’ ছোট গল্পটির রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • শরৎচন্দ্রের ’দেনা-পাওনা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯২৩ সালে ।
  • ’পথের দাবী’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯২৬ সালে ।
  • ’বড় দিদি’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • মাধবী, প্রমীলা, সুরেন্দানাথ, ব্রজরাজ কোন উপন্যাসের চরিত্র – ‘বড় দিদি’ ।
  • ’বড় দিদি’ উপন্যাসের রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • পার্বতী, ধর্মদাস, চন্দ্রমুখী কোন উপন্যাসের চরিত্র – ‘দেবদাস’ ।
  • ’দত্তা’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • রাসবিহারী, বিজয়া, নরেন, বনমালী কোন উপন্যাসের চরিত্র – ’দত্তা’ ।
  • ’দত্তা’ উপন্যাসটির রচয়িতা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • শরৎচন্দ্রের ’দত্তা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯২৮ সালে ।
  • ’চরিত্রহীন’ উপন্যাসের প্রধান চরিত্র – সতীশ, কিরণময়ী, দিবাকর, সাবিত্রী ।
  • ’চরিত্রহীন’ রচনাটি প্রকাশিত হয় – ১৯১৭ সালে ‘যমুনা’ নামক সাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ উপন্যাসে কোন চিত্র ফুটে উঠেছে – সামাজিক অবক্ষয়ের চিত্র প্রতিপাদ্য হয়েছে ।
  • ’কৌলণ্য প্রথা ও জাতিভেদ’ কোন উপন্যাসে প্রতিপাদ্য বিষয় – ‘পন্ডিত মশাই’ ।
  • ’স্বদেশ ও সাহিত্য’ শরৎচন্দ্র চট্টোপাধ্যয় রচিত একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন – কলকাতা, ১৬ জানুয়ারী ১৯৩৮, ২ মাঘ ১৩৪৪ ।
  • তাঁর প্রবন্ধ গ্রন্থগুলোর নাম – ‘তরুণের বিদ্রোহ’ (১৯২৯), এবং ’স্বদেশ ও সাহিত্য’ (১৯৩২) ।
  • গল্পকার হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পগুলো খ্যাত – ’মহেশ, বিলাসী, সতী, মামলার ফল’ এবং ’রামের সুমতি’ (১৯১৪), ’মেজদিদি’(১৯১৫), ’বিন্দুর ছেলে’ (১৯১৪), ’ছবি’ (১৯২০), ইত্যাদি তাঁর সুখপাঠ্য বড়গল্প ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *