শামসুদ্দীন আবুল কালাম এর জীবনী ও সাহিত্যকর্ম 

তিনি বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন । আবুল কালাম বরিশাল জেলা স্কুল থেকে ১৯৪১ সালে ম্যাট্রিক, ১৯৪৩ সালে ব্রজমোহন কলেজ থেকে আই.এ এবং ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস করেন। এরপর তিনি এমএ শ্রেণিতে ভর্তি হন, কিন্তু পাঠ শেষ না করেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। ১৯৫৯ সালে শামসুদ্দিন আবুল কালাম আলোকচিত্র, সেট ডিজাইন, সংগীত ও চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে উচ্চতর ডিগ্রী গ্রহণের উদ্দেশ্যে ইতালির রাজধানী রোম গমন করেন এবং সেখানকার সরকারি প্রতিষ্ঠান সিনেসিত্তায় যোগ দেন।

শামসুদ্দীন আবুল কালাম

ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রী অর্জন করেন

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৯২৬ সালে ।
  • ’কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’কাশবনের কন্যা’ উপন্যাসের লেখক কে – শামসুদ্দীন আবুল কালাম ।
  • ’কাঞ্চনমালা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’১৯৬১ সালে -কাঞ্চনমালা’ উপন্যাসটি প্রকাশিত হয় ।
  • ’কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা – শামসুদ্দিন আবুল কালাম ।
  • ’কাশবনের কন্যা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৫৪ সালে ।
  • ’আলমগড়ের উপকথা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’আলমগড়ের উপকথা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৫৪ সালে ।
  • ’তাঁর রচিত ‘জায়মঙ্গল’ (১৯৭৩) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’সমুদ্র বাসর’(১৯৮৬) কি ধরনের রচনা – ‍উপন্যাস ।
  • ’অনেক দিনের আশা’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’অনেক দিনের আশা’ গল্পগ্রন্থটির রচয়িতা – শামসুদ্দীন আবুল কালাম ।
  • ১৯৫২ সালে -’অনেক দিনের আশা’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়  ।

শামসুদ্দীন আবুল কালাম এর জীবনী ও সাহিত্যকর্ম

  • তাঁর রচিত ‘ঢেউ’ (১৯৫৩) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’কাঞ্চনগ্রাম’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘কাঞ্চনগ্রাম’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৯৮ সালে ।
  • ’পথ জানা নাই’ কোন ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
  • ১৯৫৩ সালে -’পথ জানা নাই’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় ।
  • ’পথ জানা নাই’ গল্পগ্রন্থটির রচয়িতা – শামসুদ্দীন আবুল কালাম ।
  • ’দুই হৃদয়ের তীর’ (১৯৫৫) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • তাঁর রচিত ’শাহের বানু’ (১৯৫৭) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’পুঁই ডালিমের কাব্য’ কোন ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
  • ’পঁই ডালিমের কাব্য’ গল্পগ্রন্থের লেখক কে – শামসুদ্দীন আবুল কালাম ।
  • ’পঁই ডালিমের কাব্য’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৮৭ সালে ।
  • তিনি বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন – ১৯৯৪ সালে ।
  • তিনি কখন মৃত্যুবরণ করেন – ১০ জানুয়ারি ১৯৯৭ সালে ।
  •  কোথায় মৃত্যবরণ করেন – ইতালির রোমে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *