শিক্ষার্থী ব্যবহার করতে পারে এমন কয়েকটি অ্যাপস নিয়ে এখানে আলোকপাত করছি।
Dictionary:
১। Merriam-Webster
ইংরেজী থেকে ইংরেজী ডিকশনারিগুলির মধ্যে এটি অন্যতম। এই ডিকশনারিতে শব্দের উচ্চারণ, ডেফিনেশন, এক্সাম্পল সেন্টেন্স, সমার্থক শব্দ একসাথে পাওয়া যাবে।
২। Bangla Dictionary
ইংরেজী থেকে বাংলা ডিকশনারিগুলোর মধ্যে এই ডিকশনারিটির ব্যবহার সবচেয়ে বেশি। এর শব্দসম্ভারও মন্দ নয়। এছাড়াও এতে কুইজের ফিচার রয়েছে।
Grammar Check:
১। Grammarly Keyboard
লিখিত বাক্যের গ্রামারের ভুল সংশোধনে অ্যাপটির জুড়ি নেই।
Timer:
১। Forest
পোমোডোরো টেকনিক ব্যবহার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।অ্যাপটির বিশেষত্ব হলো আপনি টাইমার সেট করার মাধ্যমে একটি চারা বুনবেন। সময়ের সাথে চারাটি বড় হতে থাকবে। এর মধ্যে যদি আপনি অ্যাপটি থেকে বের হয়ে যান তবে গাছটি মারা যাবে। এই ফিচারটি মূলত আপনাকে ফোকাসড রাখার জন্য। অ্যাপটি আপনি নিজের সুবিধামতো কাস্টোমাইজ করে নিতে পারবেন।
Language Learning:
১। Duolingo
ভাষা শেখার জন্য বহুল ব্যবহৃত একটি অ্যাপ। এতে আপনি স্প্যানিস, ফরাসি, জার্মান, জাপানিজ ভাষাসহ আরো বেশ কটি ভাষা শিখতে পারবেন। তাদের কোর্সগুলো খুবই চমৎকারভাবে সাজানো।
Graph:
১। Desmos Graphing Calculator
ম্যাথের ফাংশনগুলির গ্রাফ দেখতে ব্যবহার করতে পারেন। এতে আপনি ওই ফাংশন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
Scanner:
১। Camscanner
ধরুন কোনো বন্ধু আপনার কাছে কোনো বিষয়ের নোট চাইল। আপনি অ্যাপটি ব্যবহার করে নোটটি স্ক্যান করে পিডিএফ আকারে বন্ধুর কাছে পাঠিয়ে দিতে পারবেন।
Document creator/editor:
১। Google Docs
ডকুমেন্ট, স্প্রেডশীট, স্লাইড , ফর্ম তৈরিতে ব্যবহার করতে পারেন।
Podcasts:
১। Google Podcasts
পোডকাস্ট শোনার জন্য অ্যাপটি দারুণ।
Tutuorial:
১। Youtube
ইউটিউবের টিউটোরিয়াল ভিডিওর বেশ ভালো সমারোহ রয়েছে। কোনো বিষয় না বুঝলে চটজলদি সেই বিষয়ের উপর ভিডিও লেকচার দেখে নিতে পারেন।
২। Khan Academy
খান একাডেমীর টিউটোরিয়ালগুলি অ্যাপটিতে পাবেন।
Translation:
১। Google Translate
কোনো লেখার ট্রান্সলেশন এর জন্য এটি ব্যবহার করতে পারেন।