সংখ্যাতত্ত্বে চাকুরি পরীক্ষার প্রস্তুতি

সংখ্যাতত্ত্বে চাকুরি পরীক্ষার প্রস্তুতি

  • সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক – ০ (শূন্য) ।
  • শূন্য মাধ্যমে শব্দের বেগ – ০ (শূন্য) ।
  • গরম তাপমাত্রায় গ্যাসের আয়তন – ০ (শূন্য) ।
  • কম্পিউটারের আই. কিউ হচ্ছে – ০ (শূন্য) ।
  • পৃথিবীর কেন্দ্রে ‘g’ এর মান – ০ (শূন্য) ।
  • মূল মধ্যরেখার মান – ০ (শূন্য) ।
  • সুইডেনে জনসংখ্যা বৃদ্ধির হার – ০ (শূন্য) ।
  • পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন – ০ নিউটন ।

সংখ্যাতত্ত্বে চাকুরি পরীক্ষার প্রস্তুতি

  • আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি – ০ (শূন্য) ।
  • ভারতীয় গণিতবিদ আর্য্যভট্ট যে সংখ্যার জনক – ০ (শূন্য) ।
  • নিরক্ষরেখার অক্ষাংশ – ০ (শূন্য ডিগ্রি) ।
  • গ্রীনিচের দ্রাঘিমা – ০ (শূন্য ডিগ্রি) ।
  • আদর্শ ট্রান্সফর্মারের ক্ষরণ – ০ (শূন্য) ।
  • ভূ-পৃষ্ঠের বিভব শক্তি – ০ (শূন্য) ।
  • সমবেগে চলমান বস্তুর ত্বরণ – ০ (শূন্য) ।
  • বাংলাদেশের জাতীয় সংসদ – ১ কক্ষ বিশিষ্ট ।
  • পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের – ১নং আসন ।
  • রাঙামাটি জেলায় জাতীয় সংসদের আসন – ১টি ।
  • বাংলাদেশের চট্টগ্রাম EPZ হলো – ১ম ।
  • ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে – ১টি ।
  • বাংলাদেশের যতটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমানা বেষ্টিত আছে – ১টি (রাঙ্গামাটি) ।
  • ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৪৮% ।
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল – ১ মাস ।
  • বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী – ১টি (কুলিখ) ।
  • বাংলা ভাষায় বিলীন/নিলীন বর্ণ আছে – ১টি ।
  • বাংলাদেশে পুলিশ একাডেমি আছে – ১টি (বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা রাজশাহী) ।
  • বাংলাদেশে পোস্টাল একাডেমি আছে – ১টি (রাজশাহীতে অবস্থিত) ।
  • বাংলাদেশে তেল শোধনাগার আছে – ১টি (ইস্টার্ন রিফাইনারী লি. চট্টগ্রাম) ।
  • বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর ।
  • বাংলাদেশে মুক্তিযোদ্ধা দিবস – ১ ডিসেম্বর ।
  • G-8 ভুক্ত এশীয় দেশ – ১টি (জাপান) ।
  • মানুষের মস্তিস্কের ওজন – ১.৩৬ কেজি ।
  • পল্লিকবি জসীমউদ্ দীন রচিত উপন্যাস সংখ্যা – ১টি (বোবাকাহিনী) ।
  • জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার – ০.০১% ।
  • মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল – ১নং সেক্টরের অধীনে ।

সংখ্যাতত্ত্বে চাকুরি পরীক্ষার প্রস্তুতি

  • বর্তমানে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত স্থান – ১টি (ফেনী জেলার মুহুরীল চর) ।
  • ইরানের শিরিন এবাদি হলেন শান্তিতে নোবেল বিজয়ী – ১ম মুসলিম নারী ।
  • দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী মাদার তেরেসা – ১ম (১৯৭৯ সালে) ।
  • বাংলাদেশের পানিতে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা – ১.০১ মি.গ্রা/লি ।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা – ০.০১ মি.গ্রা/লি ।
  • বায়োগ্যাস প্ল্যান্টে গোবর ও পানির অনুপাত – ১ : ২ ।
  • এক মাইল সমান – ১.৬১ কিলোমিটার ।
  • এক নাটিক্যাল মাইল সমান – ১.৮৫২ কি.মি অথবা ১.১৫ মাইল ।
  • পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত – ১ : ২ ।
  • মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত – ১: ৭০০ ।
  • চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান – চন্দ্রযান-১ ।
  • মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল – ০.১ সেকেন্ড ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস – ১লা জুলাই ।
  • বাংলাদেশের কৃষি দিবস – ১লা অগ্রহায়ণ ।
  • বাংলা বর্ণমালায় অর্ধ-মাত্রার স্বরবর্ণ আছে – ১টি (ঋ) ।
  • দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় – ১টি ।
  • বাংলাদেশে উপজাতিদের মধ্য থেকে বীর বিক্রমের সংখ্যা – ১ জন (ইউ কে চিং) ।
  • ওপেক-ভুক্ত অ-আরব দেশ – ১টি (ইরান) ।
  • মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ – স্পুটনিক-১ ।
  • হাইকোর্ট বিভাগের স্বায়ী বেঞ্চ – ১টি (ঢাকায়) ।
  • বাংলাদেশের জাতীয় সংসদে ড. শিরীন সারমিন চৌধুরী – ১ম নারী স্পিকার ।
  • পাকিস্থানের ড. ফাহমিদা মির্জা মুসলিম দেশের – ১ম নারী স্পিকার ।
  • মীরা কুমার ভারতের লোকসভার – ১ম নারী স্পিকার ।
  • নরওয়ের ট্রিগভেলি ছিলেন জাতিসংঘের – ১ম মহাসচিব ।
  • মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ পেয়েছে – ১ লক্ষ বর্গ কিলোমিটারের চেয়ে বেশি জলসীমা ।
  • মানুষের লিঙ্গ নির্ধারণী ক্রোমজোমের সংখ্যা – ১ জোড়া (X ও Y ) ।
  • একজন মানুষ গড়ে মূত্রত্যাগ কর – ১.৫ লিটার ।

সংখ্যাতত্ত্বে চাকুরি পরীক্ষার প্রস্তুতি

  • আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে যেতে সময় লাগবে – ১.৫ সেকেন্ড (প্রায়) ।
  • চর্যাপদ হলো বাংলা সাহিত্যের – ১ম নিদর্শন ।
  • প্রথম জাতীয় সংসদের স্থায়িত্বকাল – ২ বছর ৬ মাস ২১ দিন ।
  • বাংলাদেশর সংবিধান রচিত – ২টি ভাষায় (বাংলা ও ইংরাজি) ।
  • সুন্দরবনে হরিণ দেখা যায় – ২ প্রজাতির (চিত্রা হরিণ ও মায়া হরিণ) ।
  • বাংলাদেশে সরকারি মানসিক হাসপাতাল আছে – ২টি (পাবনা মানসিক হাসপাতাল ও আগারগাঁও মানসিক হাসপাতাল) ।
  • বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ – ২ কোট ২৫ লক্ষ একর (প্রায়) ।
  • মহিলাদের জন্য ভলিবল খেলার নেটের উচ্চতা – ২.২৪ মিটার ।
  • বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে – ২টি দেশের (ভারত ও মায়ানমার) ।
  • বাংলাদেশের সমুদ্র এলাকায় গ্যাসক্ষেত্র আছে – ২টি (সাঙ্গু ও কুতুবদিয়া) ।
  • বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য – ২ কিলোমিটার ।
  • বাংলাদেশ সুপ্রীম কোর্ট – ২ভাগে বিভক্ত (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) ।
  • দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস – ২য় ব্যাক্তি ।
  • বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানী – ২টি (জীবন বিমা কর্পোরেশন ও সাধারণ বিমা কর্পোরেশন) ।
  • বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের/শেয়ার বাজারের সংখ্যা – ২টি (ঢাকা ও চট্টগ্রাম) ।
  • বাংলাদেশের সীমান্তবর্তী – ২টি জেলার (বান্দরবান+কক্সবাজার) সাথে ভারতের কোনো সংযোগ নাই ।
  • জরুরি অবস্থার বিধান সংবিধানে সন্নিবেশন করা হয় – ২য় সংশোধনীতে ।
  • বাংলাদেশে চালুকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে – ২টি ।
  • মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল – ২নং সেক্টরের অধীনে ।

সংখ্যাতত্ত্বে চাকুরি পরীক্ষার প্রস্তুতি

  • মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জন মহিলা বীরপ্রতীক উপাধি পান – ২জন (সেতারা বেগম ও তারামন বিবি) ।
  • বীরপ্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে – ২নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন ।
  • জাতিসংঘের নিরাপত্ত পরিষদের অস্থায়ী (১০) সদস্য নির্বাচিত হয় – ২ বছরের জন্য ।
  • কখনো জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না – ২টি দেশের (ইরান ও সৌদি আরব) ।
  • বাংলাদেশে জাতীয় পতাকা দিবস – ২ মার্চ ।
  • এক ইঞ্চি সমান – ২.৫৪ সেন্টিমিটার ।
  • গঠন অনুসারে শব্দ কত প্রকার – ২ প্রকার (মৌলিক শব্দ ও সাধিত শব্দ) ।
  • বাংলা সাহিত্যে অলংকার প্রধানত – ২ প্রকার (শব্দালংকার ও অর্থালংকার) ।
  • প্রত্যয় – ২ প্রকার (কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়) ।
  • বাংলা সাহিত্যে সনেটের অংশ – ২টি (অষ্টক ও ষটক) ।
  • বাংলাদেশে টেলিভিশনের পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র – ২টি (ঢাকা ও চট্টগ্রাম) ।
  • অনুবাদ – ২ প্রকার ।
  • সাফ গেমস অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর ।
  • আয়তনে কানাডা বিশ্বের – ২য় দেশ ।
  • মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের স্থায়ীত্বকাল – ২ মিনিট ।
  • UNHCR নোবেল পুরস্কার লাভ করে – ২ বার (১৯৫৪, ১৯৮১) ।
  • বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ আছে – ২টি (ঐ, ঔ) ।
  • সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় – ২ গুণ ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *