সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের বিপক্ষে  মাঠে নামবে ভারত।

নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১৭৫ রান করেও জয়ের দেখা পায়নি ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দলটি। তাই বৃহস্পতিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টাইগারদের বিপক্ষে ম্যাচটিতে যে কোন মূল্যে জয় পেতে মাঠে নামবে ভারত।

এ বিষয়ে খেলা শুরুর আগের দিন ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আগের ম্যাচে আমাদের বোলাররা তাদের সামর্থের সবকিছু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু কখনো কখনো আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন সেভাবে আসবে না। আমি মনে করি আমাদের বোলিং লাইন-আপ বেশ অভিজ্ঞ। যদিও পরিবেশ-পরিস্থিতি ভিন্ন, তবে তারা ভালো পারফর্ম করছে। আমি আত্মবিশ্বাসী যে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

অন্যদিকে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে নিদাহাস ট্রফির মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। তাই টাইগাররাও চায় জয় দিয়ে শুরু করতে। এই ম্যাচে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ৪১ রানে জয় পেয়েছে মুশফিক-মাহমুদউল্লাহরা। জয়ের সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *