সপ্তাহের সেরা ৬ চাকরী

 

robi-jobs

সময়ের সাথে সাথে চাকরির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। আপডেট থাকতে হচ্ছে সবসময়। আজ সাপ্তাহিক আয়োজনে থাকবে সপ্তাহের বাছাই চাকরীর খবর।

১. ২৬ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কোনো বিভাগে সিজিপিওসহ তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

পদ ও বেতন
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন ২০১৫ স্কেলের নবম গ্রেড অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন নিয়োগপ্রাপ্তরা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে http://dwasa.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে ওই পদের জন্য আবেদনকারীদের বয়স ৩১ জুলাই-২০১৭ অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।

২. ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিচ্ছে মেঘনা ব্যাংক

বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের এক বছর পর প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা
এমবিএ, এমবিএম অথবা ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, গণিত ও অনার্স সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কমপক্ষে দুটি প্রথম শ্রেণি থাকতে হবে এবং পদটিতে আবেদনের জন্য সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। তবে কোনো বিভাগে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে থাকাকালীন প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পদটিতে। আবেদন করা যাবে ৫ আগস্ট-২০১৭ তারিখ পর্যন্ত।

. শিক্ষা মন্ত্রণালয়ে ৪৯ পদে চাকরি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার ধরনের বিভাগে ৪৯ পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হলো :

কম্পিউটার অপারেটর
দুটি পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সাতটি পদের জন্য। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
নয়টি পদে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

অফিস সহায়ক
মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ৩১টি শূন্য পদে। পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ১ জুলাই ২০১৭ পর্যন্ত ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট (http://moe.teletalk.com.bd) ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ২০ জুলাই-২০১৭ থেকে। শেষ হবে ৭ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত।

৪ . জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২১৮ পদে নিয়োগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেকানিক পদে ২১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। মেকানিক পদে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে মাগুরা, নড়াইল, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ৩০ জুন-২০১৭ পর্যন্ত ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে (http://dphe.gov.bd/) গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। তা পূরণ করে প্রকল্প পরিচালকের (সদস্য সচিব) কার্যালয় থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভাগুলোয় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, সপ্তম তলা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ১৪ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা-১০০০ বরাবর সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র অফিস চলাকালীন প্রেরণ করতে হবে। আবেদনপত্র সরাসরি পৌঁছানোর শেষ তারিখ ১৭ আগস্ট-২০১৭ পর্যন্ত।

৫ . বাংলাদেশ ব্যাংকে ২০০ জনের চাকরির সুযোগ

সহকারী পরিচালক (জেনারেল) পদে চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ২০০ জন প্রার্থী কেন্দ্রীয় ব্যাংকটিতে এই নিয়োগ পাবেন।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স
১৬ জুলাই, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job.php) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ৮ আগস্ট ২০১৭ পর্যন্ত।

৬. ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ

প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। নিয়োগপ্রাপ্তদের এক বছর পর প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা
এমবিএ, এমবিএম, অর্থনীতি, ইংলিশ, রসায়ন, পদার্থ, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, গণিত, আইন বা কৃষি-অর্থনীতি স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এ ছাড়া ব্যাংকিং, ফাইন্যান্স, ফাইন্যান্স, ব্যাংকিং, হিসাববিজ্ঞান, মার্কেটিং ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এমএসসি ও বিএসসিতে পাস করা কম্পিউটার সায়েন্স, পরিবেশবিজ্ঞান, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও স্থাপত্য বিষয়ে প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি থাকা যাবে না। প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.২৫ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারে পারদর্শী হতে হবে।

বেতন
প্রবেশনারি অফিসার পদে থাকালীন প্রতি মাসে ৩৪ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (http://www.nblbd.com/career.php) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *