সবার উপরে আছে শোয়েব মালিকের মুলতান।

গত ২২ ফ্রেবুয়ারী থেকে দুবাইতে শুরু হয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। ইতিমধ্যে দুই পর্বের খেলা শেষে বেশ জমে উঠেছে পিএসএল। হিসাব-নিকাশ শুর হয়ে গেছে কারা খেলবে শেষ চারে।

ছয় ম্যাচ খেলে ৪ জয় ও এক ড্রয়ে ৯ পয়েণ্ট নিয়ে টেবিলের সবার উপরে আছে শোয়েব মালিকের মুলতান। পাঁচ ম্যাচ খেলে ৩ জয় এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফ্রিদি-বাবারদের করাচি কিংস।

ছয় ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তামিমের পেশোয়ার জালমি। উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য নিদাহাস ট্রফির জন তামিম এখন জাতীয় দলের সাথে কলম্বোয় অবস্থান করছেন।

পাঁচ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইসলামাবাদ। ৫ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে গত বারের রানার্সআপ কোয়েটা গ্লাডিয়েটর্স।

আর আসর শুরুর আগ যেই দলটিকে সবচেয়ে শক্তিশালী ভাবা হচ্ছিল তারা এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। সেই দলটি হলো মোস্তাফিজ-ম্যাককালাম-নারায়নের লাহোর লাহোর কালান্দার্স ।

ধরেই নেওয়া যায় যে শেষ চার থেকে ইতিমধ্যে ছিটকে পরেছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। যদি তারা শেষ চারে খেলতে হয় তবে তাদের শেষ পাঁচটি ম্যাচ জিততে হবে পাশাপাশি বাকিদের পরাজয় কামনা করতে হবে। তাও অনেক যদি, কিন্তুর, হিসেব থাকবে।

দুই টেবিল টপারকে ধরেই নেওয়া যায় যে তারা শেষ চার খেলবে। বাকি তিন দলেরও সম্ভাবনা আছে শেষ চার খেলার। এখনো সম্ভাবনা আছে কোয়েটার। তবে তামিমকে হরিয়ে কিছুটা ব্যাকফেুটে পেশোয়ার এছাড়া তারা ইনজুরির কারনে পায়নি সাকিবের সার্ভিস। তাই দেশীয় প্লেয়ার নিয়েই বাজিমাত করতে হবে স্যামিকে। অন্যদিকে ওয়াটসন-আন্দ্রে রাসেলদের নিয়ে গড়া ইসলামাবাদ ‍শক্তির বিচারে ঢের এগিয়ে। তাই পিএসএলের শেষ পর্বে যে বেশ জমে উঠবে তা আগে থেকেই আচ করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *