বাংলাদেশ
সম্প্রতি অন্য প্রকাশ কর্তৃক প্রকাশিত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের দুটি গ্রন্থের নাম কী? – কবিতার বই-‘উৎকট তন্দ্রার নিচে’ এবং ‘নদী কারো নয়’ ।
- বাংলাদেশের মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা ব্র্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের মালিকানার একটি অংশ কিনে কৌশলগত অংশীদার হচ্ছে কোন প্রতিষ্ঠান? – চীনের বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপের অ্যান্ট ফিন্যান্সিয়াল বা আলীপে ।
- বাংলাদেশের কোন চলচ্চিত্র রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার জিতেছে? – গোপন দ্য ইনার সাউন্ড ।
- আবহাওয়ার পরিভাষা ‘স্কুয়াল লাইন’ এর বাংলা নাম কী? – ঝোড়ো হাওয়া মেঘমালা ।
- ঢাকায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রিদের বৈঠকের এবারের প্রতিপাদ্র কী ছিল? – টেকসই শান্তি, সংহতি এবং উন্নয়নের বিষয়ে ইসলামি মূল্যবোধ ।
- সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালিকানার ২৫ শতাংশ শেয়ারের অংশীদার হন চীনের কোন প্রতিষ্ঠান? – সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ ।
সাম্প্রতিক প্রশ্নোত্তর জেনে নিন
- ‘বাংলাদেশ ভবন’ কোথায় অবস্থিত? – ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ।
- বজ্রপাতের আগাম সংকেত দিতে পারে কোন প্রযুক্তি? – লাইটেনিং ডিটেকটিভ সেন্সর ।
- বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত? – ১১ লাখ ১৭ হাজার (১৬ মে’ ১৮ পর্যন্ত) ।
- দেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয় কোন বনকে? – বরগুনার ফাতরার বন বা টেংরাগিরি বন ।
- বঙ্গবন্ধ-১ স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয় কত টাকা? – ২, ৭৬৫ কোটি টাকা ।
- রবীন্দ্রসাহিত্য গবেষণার সামাগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি প্রবর্তিত এবারের রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন – কবি-প্রাবন্ধিক আবুল মোমেন ও সংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী ।
- এশিয়া’স টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার অ্যাডকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী ।
- ‘আর্ট অ্যাগেইনস্ট জেনোসাইড’ গ্রন্থের বিষয়বস্তু কী? – রোহিঙ্গা সংকটের চিত্র ও আলোকচিত্র ।
- এপেক ইফি অ্যাওয়ার্ড-২০১৮ পাওয়া বিজ্ঞাপনচিত্রের নাম কী? – মহিল ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাল্যবিবাহ-বিরোধী প্রচার কার্যক্রম ‘আওয়াজ তোল’ ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়েল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্থাপিত বিশেষ চেয়ারের নাম কী? – ‘ওআইমি-আইআরসিআইসিএ’ চেয়ার ।
- সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ইন্দো-ইউএই বিজনেজ অ্যান্ড সোশ্যাল ফোরাম শীর্ষক সম্মেলনে ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডর্স-২০১৭-১৮’ সম্মাননায় ভূষিত হন কে? – মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোস্তফা কামাল ।
- ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র কে? – তালুকদার আবদুল খালেক ।
- ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান? – আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
সাম্প্রতিক প্রশ্নোত্তর জেনে নিন
- মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে – ১১৯. ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ।
- ২০১৮-১৯ অর্থবছরে এডিপির পরিমাণ কত? – ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা ।
- বর্তমানে বাংলাদশের বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচারে ব্যবহার করে হংকংয়ের কোন স্যাটেলাইট? – অ্যাপস্টার ৭ নামের স্যাটেলাইট ।
- বর্তমানে বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি তাদের সম্প্রচারে ব্যবহার করে কোন স্যাটেলাইট? – এশিয়াস্যাট ৭ নামের স্যাটেলাইট ।
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী? – ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস ।
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি কোন প্রতিষ্ঠান মহাকাশে পাঠায়? – মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স ।
- ২০১৮ সালে অর্গানাইজেশন ফর উইম্যান ইন সায়েন্স ফর ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিইএসটি) অ্যালসেভিয়ার ফাউন্ডেশন গবেষণা পুরস্কর পান কে? – ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক হাসিবুন নাহার ।
- ‘ইথোফেন’ কী? – ফল পাকাতে ও পচন ঠেকাতে ব্যবহৃত এক ধরনের রাসায়নিক । যার সংকেত- C2H6C103
- শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ‘বাংলাদেশ ভবনে’ যাঁদের ম্যুরাল রয়েছে? – বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের ।
সাম্প্রতিক প্রশ্নোত্তর জেনে নিন
- রবীন্দ্রনাথ বাংলাদেশে আসলে যে ২টি নৌকায় ভ্রমণ করতেন তার নাম কী? – পদ্মা ও চপলা ।
- কোন ইউনিয়নকে ভেঙ্গে মুজিব নগর ইউনিয়ন গঠিত হয়? – নূরাবাদ ইউনিয়ন ।
- সম্প্রতি সীমান্তবর্তী কোন জেলায় চা চাষ শুরু হয়েছে? – শেরপুর জেলার ঝিনাইগতি উপজেলায় ।
- কলকাতার ‘প্রয়াস সম্মান ২০০৮ পাচ্ছেন – বাংলাদেশের খ্যাতিমান নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মারিয়াম ।
- মায়ের দেহে কোন রাসায়নিক পদার্থ থাকায় সন্তানের জন্য মায়ের মনে মমাত জন্ম নেয়? – নিউট্রোপেট্রিক ।
- বিটিসিএল-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক কে? – তমাল কান্তি নন্দী ।
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সম্প্রতি মালয়েশিয়ার কোন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে? – ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন এন্ড টেকনোলজি এক্সিরিশন (আইটেক্স)-২০১৮ ।
- অস্ট্রোলিয়ার থিংক ট্যাংক লোয়ি ইন্সটিটিউটের মতে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি কোন দেশের অর্থনীতিকে অতিক্রম করবে? – তাইওয়ান ।
সাম্প্রতিক প্রশ্নোত্তর জেনে নিন
- বিখ্যাত গবেষক ও প্রারম্ভিক ড. মুস্তাফা নুরউল ইসলাম কবে মারা যান? – ৯ মে, ২০১৮ ।
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কী? – ফ্যালকন নাইন ব্লক ফাইভ ।
- সম্প্রতি বাংলাদেশে কোন দেশ থেকে ১০টি রেল ইঞ্জিন ক্রয় করে? – দক্ষিণ কোরিয়া ।
- স্বাধীনতার পর এপ্রিল-২০১৮ মাসে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় এসেছে কত ডলার? – ১৩২ কোটি ৭১ লাখ ডলার ।
- দেশের ঔষুধ খাতের জন্য প্রণয়ন করা বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নীতিমালা কী? – জাতীয় এপিআই (অ্যাকটিভ র্ফামাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস) ও ল্যাবরেটরি বিকারক উৎপাদন ও রপ্তানি নীতিমালা ।
- ২২ মে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশ অস্ট্রিয়ার বিমান চলাচলে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? – অস্টিয়ার রাজধানী ভিয়েনায় ।
- দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান? – ১৩টি শিল্প প্রতিষ্ঠান ।
- কলকাতার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাকে কী ডিগ্রি প্রদান করা হয়? – সম্মানসূচক ডি-লিট ডিগ্রি ।
- ‘দ্য সুপারহিরো উইদাউট ক্যাপ: হাজেরা বেগম ফিল্মের জন্য গার্লস ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৮ তে জাজেস চয়েস গ্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশি তরুণী কে? – শাফিকা নওরীন ঐশী ।