সিরিজ ৫-১ করার হুঙ্কার দিয়ে রেখেছেন ‘ব্লু ব্রিগেডের’ নেতা কোহলি৷ 

কোহলি

ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে ডারবান, সেঞ্চুরিয়ান ও কেপটাউনে প্রথম তিনটি ম্যাচ জিতে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া৷ এরপর ডিএলএসের সৌজন্যে চতুর্থটি নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা৷ তবে পোর্ট এলিজাবেথে পরের ম্যাটে ঠিকই রাজত্ব দেখায় ভারত।  ফলে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয় তাদের।

কিন্তু এই জয়েও সন্তুষ্ট নয় সফরকারী ভারত। ম্যাচ জিতে নিয়ে সিরিজ ৫-১ করার হুঙ্কার দিয়ে রেখেছেন ‘ব্লু ব্রিগেডের’ নেতা কোহলি৷

২০১৭ শেষে শ্রীলঙ্কানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে স্বপ্নের ফর্মে রয়েছেন সদ্য বিবাহিত ‘বিরাট সেঞ্চুরিয়ান কোহলি’৷ টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে বিরাটের সংগ্রহে রয়েছে তিনটি শতরান (১৫৩ রান, ২ য় টেস্ট, সেঞ্চুরিয়ন),(১১২ রান কিংসমিড , ডারবান, ১ ম ওয়ান ডে), (১৬০ রান, কেপটাউন ৩য় ওয়ান ডে)৷

আফ্রিকান সাফারির পর জুলাইয়ে বিট্রিশ দূর্গে হানা দিতে যাবে বিরাট ব্রিগেড৷ ইংল্যান্ডের সঙ্গে ৫টি ওয়ান ডে, ৫ টি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’৷ নভেম্বরে অস্ট্রেলিয়া সফর রয়েছে টিম ইন্ডিয়ার৷দক্ষিণ আফ্রিকা থেকেই আসন্ন গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচগুলির জন্য টিম ইন্ডিয়াকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে রাখলেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার৷

যেমন হতে পারে ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক ব্যাটসম্যান), হার্দিক পাণ্ডিয়া, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সামী, চাহাল, জয়স্প্রীত বুমরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *