সেমি-ফাইনালে ১-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল

মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঘরের মাঠে সেমি-ফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। প্রথম পর্বে আতালান্তার মাঠেও ১-০ গোলে জিতেছিল ইউভেন্তুস।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন মিরালেম পিয়ানিচ। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি অতিথিদের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ইউভেন্তুস।

আগামী ৯ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন ইউভেন্তুসের মুখোমুখি হবে শেষ চারের অন্য ম্যাচে লাৎসিও ও এসি মিলানের মধ্যকার বিজয়ীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *