সৈয়দ আলী আহসান যশোরে জন্মগ্রহণ করেন । দেশপ্রেম, সৌন্দর্যবোদ এবং ঐতিহ্য সচেতনতা তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য । তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ এর ইংরেজি ভাবানুবাদ করেন ।
- তিনি জন্মগ্রহণ করেন – ১৯২২ সালে ।
- তিনি কোথায় জন্মগ্রহণ করেন – যশোরে ।
- গ্রীক ট্রাজেটি ‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন কে – সৈয়দ আলী আহসান ।
- আমাদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি – সৈয়দ আলী আহসান ।
- ’আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা – সৈয়দ আলী আহসান ।
- ’এক সন্ধায় বসন্ত’ একটি – কাব্যগ্রন্থ ।
- তাঁর উল্লেখযোগ্র কাব্যগ্রন্থ কোনটি – ‘এক সন্ধায় বসন্ত’ ।
- তাঁর ‘অনেক আকাশ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’এক সন্ধায় বসন্ত’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৪ সালে ।
- তাঁর লেখা ’উচ্চারণ’ (১৯৬৮) কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
সৈয়দ আলী আহসান এর জীবনী ও সাহিত্যকর্ম
- তাঁর রচিত ‘ত্রয়ী’ একটি – কবিতা ।
- ’কবিতার কাথা’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- তাঁর রচিত ’পদ্মাবর্তী’ একটি – প্রবন্ধ গবেষণাগ্রন্থ ।
- ’মধুমালতী’ কোন জাতীয় রচনা – প্রবন্ধ গ্রন্থ ।
- ’হুইটম্যানের কবিতা’ এর রচয়িতা – সৈয়দ আলী আহসান ।
- ’হুইটম্যানের কবিত’ কোন জাতীয় রচনা – অনুবাদগ্রন্থ ।
- তাঁর রচিত ‘কবিতার কাথা’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৭ সালে ।
- তাঁর রচিত ’ইডিপাস’ একটি – অনুবাদগ্রন্থ ।
- ’আমার সাক্ষ্য’ একটি – আত্মজীবনী গ্রন্থ ।
- ’আমার সাক্ষ্য’ আত্মজীবনী গ্রন্থটির রচয়িতা – সৈয়দ আলী আহসান ।
- তিনি মৃত্যুবরণ করেন – ২০০২ সালে ।