হাসান হাফিজুর রহমান বাংলাদেশের একজন বিখ্যাত কবি, সাংবাদিক ও সমালোচক । তাঁর পৈত্রিক বাড়ি ছিল জামালপুর ইসলামপুর থানার কুলকান্দি গ্রামে । তিনি একুশে ফেব্রুয়ারি ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার জন্য বিখ্যাত । তাঁর বাবার নাম আবদুর রহমান এবং মায়ের নাম হাফিজা খাতুন। ১৯৫৮ সালের ১৭ এপ্রিল হাসান হাফিজুর রহমান সাঈদা হাসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
- হাসান হাফিজুর রহমানের জন্ম – ১ জুন ১৯৩২ সালে ।
- তাঁর সম্পাদনায় ’বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ কয় খন্ডে প্রকাশিত – ১৫ খন্ডে ।
- ’বিমুখ প্রান্তর’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম – বিমুখ প্রান্তর ।
- তাঁর রচিত ’আর্ত শব্দাবলী’ একটি – কাব্যগ্রন্থ ।
- ’প্রতিবিল্ব’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’অমর একুশে’ কোন জাতীয় রচনা – কবিতা ।
- ’অমর একুশে’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত – ’বিমুখ প্রান্তর ।
- তাঁর রচিত ‘যখন উদ্যত সঙ্গীন’ একটি – কাব্যগ্রন্থ ।
- ’শোকার্ত তরবারী’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’অমর একুশে’ কবিতটির রচয়িতা কে – হাসান হাফিজুর রহমান ।
- ’শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের রচয়িতা – হাসান হাফিজুর রহমান ।
- ’আমার ভেতরে বাঘ’ কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
- তাঁর রচিত ‘ভবিতব্যের বাণিজ্য তরী’ কোন ধরনের সাহিত্যকর্ম – কাব্যগ্রন্থ ।
- ’আরো দুটি মৃত্যু’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
- ’আরো দুটি মৃত্যু’ গল্পগ্রন্থের রচয়িতা – হাসান হাফিজুর রহমান ।
- তাঁর রচিত ‘আধুনিক কবি ও কবিতা’ একটি – প্রবন্ধগ্রন্থ ।
- ’সাহিত্য প্রসঙ্গ’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- তাঁর কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় – ‘একুশে ফেব্রুয়ারি’ ।
- ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলনের নাম – ‘একুশে ফেব্রুয়ারি ।
- ‘একুশে ফেব্রুয়ারি’ কোন জাতীয় সাহিত্যকর্ম – প্রবন্ধগ্রন্থ (১৯৫৩ সালের মার্চ মাসে এটি প্রকাশিত হয় এবং গ্রন্থটি বাজেয়াপ্ত হয়। এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, নকশা, ইতিহাস শিরোনাম বিভাগে মোট ২২ জন লেখকের রচনা রয়েছে) ।
- ’মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ (রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যেগে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক দলিল’ সংগ্রহের প্রকল্প গ্রহীত হয় । ১৬ খন্ডের এ গ্রন্থটি ১৯৮২-৮৩ সালে প্রকাশিত হয়) ।
- তিনি মৃত্যুবরণ করেন – ১৮ এপ্রিল ১৯৮৩ সালে ।