হুমায়ুন আহমেদ -রুমালী -(পর্ব-২৪)

তাহলে আসুন আমরা একটা কাজ করি বাংলাদেশের গ্রামের প্রতিটি বাড়িতে একটা করে কৃষ্ণচূড়া গাছ আর একটা করে জারুল গাছ

লাগিয়ে দিপাঁচ ‘ বছর পর গাছগুলি যখন বড় হবে তখন একটা ভয়ংকর কান্ড ঘটে 

যাবে । 

হুমায়ুন আহমেদ রুমালীসেলিম ভাই কিছু বলছেন না। অদ্ভুত চোখে তাকাচ্ছেন। মনে মনে হয়ত ভাবছেন– আচ্ছা এক পাগলী মেয়ের হাতে পড়লাম। 

বৈজ্ঞানিকরা কত অদ্ভুত অদ্ভুত আবিষ্কার করেন, এমন একটা আবিষ্কার করতে পারেন না যাতে অন্যের মনের কথা পরিষ্কার শােনা যাবে । ক্যালকুলেটারের মত ছােট্ট যন্ত্র । পকেটে লুকানাে থাকবে। যন্ত্রের বােতাম টিপে দিলেই পাশের মানুষটার মনের কথা শােনা যাবে। 

‘সেলিম ভাই। ‘জ্বি। 

থা বলুন। এত চুপচাপ কেন ? না-কি আমার সঙ্গে কথা বলতে ভাল লাগে না। 

সেলিম ভাই কিছু বললেন না। মাথা আরাে নীচু করে ফেললেন। মনে হচ্ছে লজ্জা পাচ্ছেন। 

‘কাল ভােরে ঢাকা চলে যাবার প্রােগ্রামটা কি আপনার ঠিক আছে ? ‘জ্বি ঠিক আছে।’ ‘ঢাকা গিয়ে কী করবেন কিছু ঠিক করেছেন ? ‘জ্বি-না । প্রাইভেট টিউশনি করব।’ 

‘প্রাইভেট টিউশনিই ভাল। স্বাধীন ব্যবসা। চেষ্টা করবেন বড়লােক কোন। মেয়ের প্রাইভেট টিউটার হতে। মেয়েটার বয়স চৌদ্দ পনেরাে হলে ভাল হয়। এই বয়সের মেয়েরা দ্রুত প্রেমে পড়ে । কোন রকমে বরশি দিয়ে একটা প্রেম গেঁথে ফেলতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন নাতাে ? 

হুমায়ুন আহমেদ -রুমালী 

জ্বি-না।’ ‘আপনি কেমন কাজের মানুষ এইবার দেখি – হাফিজ আলির বাড়িটা খুঁজে বের করুন।’ 

‘কোন হাফিজ আলি ? যার স্ত্রী ভবিষ্যৎ বলতে পারে ? জাহেদা ?’ ‘আপনি তাহলে জানেন ? “জ্বি। ইউনিটের সবাই জানে! 

আপনি কি তার কাছ থেকে আপনার ভবিষ্যৎ জেনে এসেছেন? উনি পুরুষদের সঙ্গে কথা বলেন না। ‘তাহলে ভবিষ্যৎ জানতে পারেন নি ?’ 

জ্বি না।’ ‘এই সব কি বিশ্বাস করেন ? 

জি করিআমাদের গ্রামেও এ রকম একটা ছেলে আছেযা বলে লেগে যায় তার নাম মতিনকানা মতিনকঞ্চির খোচা লেগে তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল।‘ 

এ রকম মানুষ সব গ্রামেই থাকেবাংলাদেশের যে গ্রামেই যাবেন সে গ্রামেই একজন পাগল থাকবে, এ 

রা মানুষ থাকবে, একজন নজর খারাপ মানুষ থাকবে, নজর খারাপ মানুষের শুধু নজর লাগবে। সবই ভুয়াভুয়া পাগল, ভুয়া জ্বীন, ভুয়া নজরপৃথিবীটা চলছেই ভুয়ার উপরেজাহেদা মেয়েটাও বিরাট ভুয়া । ভুয়া ভাব মেয়েদের মধ্যে কম থাকেহাফিজ আলির স্ত্রীর মধ্যে কী ভাবে চলে এল সেটাই আমার দেখার ইচ্ছাসেলিম ভাই আপনি কি জানেন | জাহেদা কী কী ভবিষ্যৎ বাণী করেছে ? আমি সব কটা লিখে রাখব। পরে 

মিলিয়ে দেখব‘ 

উনি বলেছেনচন্ডিগড়ে ছবির শুটিং কোনদিন হবে নাবিরাট গন্ডগােল। লাগবে। পানিতে ডুবে একটা মানুষ মারা যাবে।‘ 

এই কথা বলেছে ?’ জ্বিখুব জোর দিয়ে বলছে।’ আপনি কি এই ভয়েই পালিয়ে যাচ্ছেন? শুটিং করতে এসে পানিতে ডুবে মরার চেয়ে ঢাকায় প্রাইভেট টিউশনি করা ভাল তাই না ? প্রাইভেট টিউশনি এম্নিতে খুব বােরিং ব্যাপার কিন্তু কোন মতে পড়া পড়া খেলার সঙ্গে যদি প্রেম ঢুকিয়ে দিতে পারেন তাহলে পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যাবে‘ 

হুমায়ুন আহমেদ -রুমালী 

সেলিম ভাই মাথা নীচু করে হাঁটছেন, মাঝে মধ্যে চিন্তিত মুখে আমার দিকে তাকাচ্ছেন পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা থাকেকোন পুরুষ তার প্রেমে পড়লে মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারেএই ক্ষমতা পুরুষদের নেইপুরুষদের কানের কাছে মুখ নিয়ে কোন মেয়ে যদি বলে– শােন আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি মরে যাচ্ছিতারপরেও পুরুষ মানুষ বােঝে না। সে ভাবে মেয়েটা বােধ হয় এ্যাপেনডিসাইটিসের ব্যথায় মরে যাচ্ছেসেলিম ভাইকে দেখে এখন মনে হচ্ছে তার খবর হয়ে গেছেকাল ভােরে তিনি কিছুতেই ঢাকা যেতে পারবেন নাতাকে থেকে যেতে হবে শুধু মাত্র আমার আশে পাশে থাকার আনন্দের জন্যে। 

হাফিজ আলির বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছিমাটির দু’টা ঘর জরাজীর্ণ অবস্থা। বাইরের উঠোন খুবই নােংরা। ঝােপ ঝাড়ে একাকারকেউ কোনদিন উঠোন ঝুঁট দেয় নিএকটা মুরগী মরে পড়ে আছে। তার উপর রাজ্যের মাছি। বাড়ির সামনে খুঁটিতে একটা ছাগল বাধা আছে। সেই ছাগলটাও 

মনে হচ্ছে অসুস্থহাফিজ আলি উঠোনে বসে আছে। সে যে হাফিজ আলি তা বুঝলাম কারণ সেলিম ভাই বললেন, হাফিজ ভাল আছ ? হাফিজ আলি তার জবাব দিল না। ছাগলটার মত হাফিজ আলিও মনে হল অসুস্থচোখ টকটকে লাল । খুঁটিতে হেলান দিয়ে সে বসে আছে–পাথরের মূর্তির মত স্থির হয়ে আছে। তার দৃষ্টি মরা মুরগীটার দিকেএই মুরগীটা বােধ হয় তার প্রিয় ছিলকিংবা পচাগলা মুরগীর উপর মাছি ওড়ার দৃশ্যে সে মুগ্ধ। বিকট গন্ধে আমার নাড়ি ভুড়ি উল্টে আসার মত হচ্ছে। 

হুমায়ুন আহমেদ -রুমালী 

সেলিম ভাই বললেন, হাফিজ আলি তােমার কি শরীর খারাপ? ‘নাইনি এসেছেন তােমার স্ত্রীর সঙ্গে দুটা কথা বলার জন্যে। 

যান কথা বলেন ! আপনে এইখানে থাকেনপুরুষ মানুষের অন্দরে যাওয়া নিষেধ। পর্দা পুষিদার বিষয় আছে।‘ 

‘আমি যাব নাআমি এইখানেই থাকব| সেলিম ভাই দাঁড়িয়ে রইলেন, আমি ভেতরে চলে গেলামবাড়ির ভেতরটা বাইরের মত নয়ঝকঝক তকতক করছেমনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাট দেয়া হয়েছে সবছে বিস্ময়কর ব্যাপার হচ্ছে উঠোনে গম্ভীর মুখে একটা বক হাঁটাহাঁটি করছে। বক খালে বিলে ধানের ক্ষেতে থাকেমানুষ দেখলে উড়ে যায়। এ দিব্যি দাঁড়িয়ে আছেতার পাশ দিয়ে হাঁস চলে গেল। মুরগী তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল সে ঘাড় ঘুরিয়ে শুধু দেখল। আমি মুগ্ধ হয়ে বকের কাণ্ডকারখানা দেখছি তখনই হাফিজ আলির স্ত্রী জাহেদার গলা শুনলামভইনডি পালা বক পাখি| আর্মি পােষা বক পাখি দেখে যেমন বিস্মিত হলাম, জাহেদাকে দেখেও তেমনি বিস্মিত হলামনিতান্তই কিশােরী একটা মেয়েগায়ের রঙ কাল কালাে রঙ যে কত মিষ্টি হতে পারে মেয়েটাকে না দেখলে আমার জানা হত নাকী মায়াকাড়া মুখ। মনে হচ্ছে শাড়ি পরাও ঠিকমত শেখে নি | শাড়ি গা থেকে নেমে নেমে যাচ্ছে। পান খেয়ে সে ঠোট লাল করেছেপায়ে আলতা

আমি বললাম, বক পােষ মানে ? 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *