হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২১

পারবকবে আসব?আজই আস নাবাবার সঙ্গে কথা শেষ করে চলে এসােআচ্ছা। 

শুভ্র মাহিন সাহেবের শােবার ঘরে ঢুকলঠিক ঘর না, এটা বাড়ির স্টোর রুমমাহিন সাহেব অসুস্থ হবার পর এই ঘর থাকার জন্যে বেছে নিয়েছেনকোন মতে একটা খাট এঘরে পাতা হয়েছে। আর কোন আসবাব রাখার জায়গা নেইঘরে একটি টেবিল ফ্যান আছেসেই ফ্যান মাথার কাছে খাটের উপর বসানােঘরে জানালা নেইভেন্টিলেটারটা সাধারণ ভেন্টিলেটরের চেয়ে বড় বলে কিছু আলাে বাতাস ঢুকে

মেঘের ছায়া  

মাহিন সাহেব দরাজ গলায় বললেন, কেমন আছ শুভ্র? ভাল আছি। 

আরাম করে পা তুলে বসচাদর পরিষ্কার আছেনীতু আজই চাদর বদলেছেআমি জানতাম তুমি আসবেতাই চাদর বদলাতে বললাম। 

শুভ্র পা তুলে বসলনীতু চা নিয়ে ঢুকলশুভ্রর সামনে রাখতে রাখতে বলল, তুমি যাবার সময় বাইরে থেকে তালা লাগিয়ে যাবেকয়েকদিন অফিসে যাবার সময় বাসায় তালা দিয়ে যেতে হচ্ছেবাসায় বাবা ছাড়া কেউ নেইবাড়িওয়ালার কাছে একটা চাবি আছেতিনি একবার এসে খোঁজ নিয়ে যানতালা আমাদের বসার ঘরে টেবিলের উপর আছেশুভ্র, পরে তােমার সঙ্গে দেখা হবে। 

জি আচ্ছা। 

মাহিন সাহেব উজ্জ্বল চোখে তাকিয়ে আছেনতাঁর মাথাভর্তি ধবধবে সাদা চুলদুসপ্তাহ শেভ করা হচ্ছে না বলে মুখে খোঁচা খোঁচা সাদা দাড়িগায়ের চাদরও সাদা রঙের বলে তাঁকে ঋষিঋষি দেখাচ্ছে। 

চায়ে চিনি হয়েছে শুভ্র ?হয়েছেআপনার শরীর আজ কেমন?অসম্ভব ভালরাতে নাকি ঘুম হয় নি?” 

মেঘের ছায়া খন্ড-২১

রাতে আমার কখনাে ঘুম হয় নাএরা জানে নাএই বয়সে ঘুম না হওয়া কোন বড় ব্যাপার নাশােন শুভ্র, তােমার সঙ্গে আমি এখন খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবখুব জরুরিআমি একটা সিদ্ধান্ত নিয়েছিসিদ্ধান্ত তােমাকে জানাবখুব মন দিয়ে শােন। 

 আপনার সব কথাই আমি খুব মন দিয়ে শুনি| একমাত্র তুমিই শােনআর কেউ শুনে না। দেখ শুভ্র, আমি এই সংসারে উপদ্রবের মত আছিপক্ষাঘাত সারার কোন সম্ভাবনা নেইঅবস্থা দিন দিন খারাপ হচ্ছেআগে বাঁ হাতটা নাড়াতে পারতাম, এখন তাও পারি নাশরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়আমার মনও এখন অসুস্থরাতদিন চেঁচামেচি করিআমার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে আমার স্ত্রী এক সপ্তাহ ধরে তাঁর ভাইয়ের বাসায় আছেনকাজের মেয়ে ছিলসে পালিয়েছে তিনদিন আগেতুমি কি আমার কথা মন দিয়ে শুনছ?” 

শুনছি। 

আমি এদের ঘাড়ে ভূতের মত চেপে আছিসিন্দাবাদের ভূতএরা আমাকে কি করে ঘাড় থেকে নামাবে বুঝতে পারছে না। 

এরা আপনাকে ঘাড় থেকে নামাতে চাচ্ছে এরকম মনে করছেন কেন? মনে করাই তাে স্বাভাবিকনীতু বিয়ে করতে পারছে না আমার জন্যেএকটা ছেলের সঙ্গে তার ভাবটাব হয়েছে বলে মনে হয়ওদের অফিসেই কাজ করেকয়েকবার বাড়িতে এসেছেকখনাে আমার সঙ্গে দেখা করেনিনীতুর সঙ্গে গল্প করে চাটা খেয়ে চলে গেছেআমি যতদিন বেঁচে আছি নীতু বিয়ের ব্যাপারে চিন্তা করতে পারবে নাএটা হল বাস্তব কথাআমি ওদের মুক্তি দিতে চাইবুঝলে শুভ্র? চির মুক্তি

কিভাবে

সেটা নিয়েই ভাবছিআত্মহত্যা সহজ পথ, তবে খুবই নিম্নমানের পথআত্মহত্যা খুনের চেয়েও খারাপখুন করার পর অনুশােচনার একটা সুযােগ থাকেআত্মহত্যার পর সেই সুযােগও থাকে না। 

মেঘের ছায়া খন্ড-২১

আপনি কি আত্মহত্যাকথা ভাবছেন

এখনাে ভাবছি নাঅন্য পথ আর কি আছে খুঁজে বেড়াচ্ছিপাচ্ছি নাআমি হয়েছি পরাশ্রয়ীনিজে নিজে খেতে পারি নাঅন্যকে খাইয়ে দিতে হয়আমার কোন উপার্জন নেইবেঁচে থাকার জন্যে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছেআমার স্বাভাবিক মৃত্যু হলে সবদিক রক্ষা হতচট করে তা হবে বলে মনে হয় নাআমার মানসিক শক্তি এখনাে প্রবলআমার মনে হচ্ছে, স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে আরাে সাতআট বছর অপেক্ষা করতে হবেসাতআট বৎসর নীতু আমার জন্যে অপেক্ষা করবে এটা উচিত না। 

শুভ্র বলল, আপনার জন্যে সিগারেট এনেছিধরিয়ে দেব? দাও। 

মেঘের ছায়া খন্ড-২১

শুভ্র সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোটে খুঁজে দিলতিনি ধোঁয়া ছেড়ে তৃপ্তির গলায় বললেন, বেঁচে থাকতে আমার এখনাে ইচ্ছা করেএই যে ধোয়ার সঙ্গে নিকোটিন নিচ্ছি শরীর আরাম পাচ্ছেতােমার সঙ্গে কথা বলছি তাতেও আনন্দ পাচ্ছিআনন্দের ব্যাপার এখনাে আছে তবে তাকে প্রশ্রয় দেয়া ঠিক হবে কিনা সেটাই বিচার্যসমস্ত জীবজগতের একটা সহজ নিয়ম আছেঅসুস্থ, দুর্বল, অক্ষম কাউকে জীবজগৎ সহ্য করে নাসাধারণত তাকে মেরে ফেলে কিংবা এমন ব্যবস্থা করে যেন মৃত্যু ত্বরান্বিত হয়একটা কাক অসুস্থ হলে অন্য কাকরা কি করে জান ?” 

তাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলেঅসুস্থ কাক কোন প্রতিবাদ করে নাচুপ করে বসে থাকে। 

আপনি তাে কাক নাআপনি মানুষ। 

মানুষ হলেও আমি সমগ্র জীবজগতেরই একটা অংশজীবজগতের সবার জন্যে যা সত্যি তা আমার জন্যেও সত্যি। 

চাচা, আমার মনে হয় কোন কারণে আপনার মনটন খারাপ বলে জাতীয় চিন্তাভাবনা করছেন। 

 সহজে আমার মন খারাপ হয় নাতবে এখন হচ্ছেতুচ্ছ বিষয় নিয়ে রেগে যাচ্ছিএগারােই সেপ্টেম্বর দিন সাবেরের মৃত্যুদিনএরা দেখি এই দিনটার কথা ভুলে গেছেকারাের মনেই নেই কি অসম্ভব যন্ত্রণা নিয়ে ছেলেটা আমার কোলে মারা গেল!

 

Read More

হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২২

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *